ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে প্রোটিয়া দলে ধাক্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
বিশ্বকাপের আগে প্রোটিয়া দলে ধাক্কা ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যারন ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে বিবেচিত হয়েছে। ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলের জন্য যা বড় এক দুঃসংবাদই বটে।

অবশ্য, ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে থাকার লক্ষ্যে আগামী সপ্তাহেই দ্বিতীয় রাউন্ডের বোলিং পরীক্ষার মুখোমুখি হবেন ৩২ বছর বয়সী এ স্পিনার। ।

প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের আইসিসি স্বীকৃত ল্যাবরেটরিতে ফাঙ্গিসোর বোলিং পরীক্ষা করানো হয়। যার রিপোর্টে উল্লেখ করা হয়, ডেলিভারির সময় তার হাতের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রি অতিক্রম করে।

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নিয়ম অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ থাকবেন ফাঙ্গিসো। প্রোটিয়া ক্রিকেট বোর্ড এটিও নিশ্চিত করেছে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের (৪ মার্চ শুরু) প্রথম দু’টিতে তাকে দলে রাখা হবে না।

গত সপ্তাহে লায়ন্সের হয়ে ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম শ্রেণির ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ম্যাচে ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। ২৫ ফেব্রুয়ারির সেমিফাইনাল ম্যাচটিতে আট উইকেটের জয় তুলে নেয় লায়ন্স। বল হাতে আট ওভারে ৩৮ রানের বিনিময়ে দু’টি উইকেট লাভ করেন ফাঙ্গিসো।

বিশ্বকাপ সামনে রেখে ফাঙ্গিসোর বিকল্প ভাবতেই পারে সিএসএ। আগামী ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরএম

** অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে প্রোটিয়া স্পিনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।