ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়লেন জিম্বাবুয়ের তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
বাদ পড়লেন জিম্বাবুয়ের তিন ক্রিকেটার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের জন্য বড় রকমের ধাক্কাই এলো। ইনজুরির কারণে মেগা এই আসরটিতে খেলতে পারছেন না দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

এরা হলেন, লেগস্পিনার গ্রায়েম ক্রেমার ও পেসার লুক জোঙ্গো ও নেভিল মাদজিভা।

সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তারা। তাদের পরিবর্তে দলে ঢুকছেন অলরাউন্ডার চামু চিবাবা, ফাস্ট বোলার তাওয়ান্দা মুপারিওয়া ও ডোনাল্ড ট্রিপানো। এই তিনজন দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন। চিবাবা ও ট্রিপানো আমিরাতের ম্যাচেও ছিলেন।

ভারতে অনুষ্ঠেও বিশ্বকাপে জিম্বাবুয়েকে বাছাই পর্ব খেলতে হবে। যেখানে তারা গ্রুপ ‘বি’তে রয়েছে। এই গ্রুপে অন্যদলগুলো হলো আফগানিস্তান, স্কটল্যান্ড ও হংকং। আগামী ৮ মার্চ নাগপুরে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে।

গ্রুপ ‘বি’য়ের সেরা দল মূল পর্বে গ্রুপ ‘ওয়ানের সঙ্গে যোগ দেবে। যেখানে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।