ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আসতে শুরু করেছে দর্শক

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আসতে শুরু করেছে দর্শক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আর মাত্র ঘণ্টা তিনেক অপেক্ষা। তারপরেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের এবারের আসরে ফাইনালে উঠার মিশনে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।



বুধবার (২ মার্চের) স্নায়ুক্ষয়ী এই ম্যাচটি দেখতে এরই মধ্যে স্টেডিয়াম প্রাঙ্গনে ভীড় করতে শুরু করেছেন দর্শকরা। ঘড়িতে তখন সময় বিকেল ৩টা বেজেছে। ম্যাচ শুরুর বাকি সাড়ে চার ঘণ্টারও বেশি। তারপেরেও স্টেডিয়াম প্রাঙ্গনে দেখা মিলল আগ্রহী দর্শকদের আনাগোনা।

এর মধ্যে কারও হাতে টিকিটি আছে, কারও হাতে নেই। যাদের হাতে আছে তারা বেশ স্বাচ্ছন্দেই ঘুড়ে বেড়াচ্ছেন আর প্রহর গুনছেন কখন স্টেডিয়ামে ঢুকে প্রিয় দল বাংলাদেশের আরেকবার এশিয়া কাপের ফাইনালে উঠার ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হবেন।

আর যারা এখনও পর্যন্ত কাঙ্খিত টিকিটটি হাতে পাননি, তাদের বেশ বিমর্ষই মনে হলো। দু’এক জনের কথা বলে জানা গেল, তারা গতকাল সারাদিন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি। আজ এসেছেন ব্ল্যাকে টিকিট কিনে খেলা দেখবেন বলে।

কিন্তু টিকিটের আকাশচুম্বি দামে প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের খেলাটি দেখতে পারবেন না বলে তাদের বেশ হতাশই মনে হলো, ‘কী বলবো ১৫০ টাকার টিকিট ১ হাজার টাকা চাইছে। আর ৫শ টাকার টিকিট চাইছে আড়াই হাজার টাকা। ’
এদের ছাড়াও এখানে আছেন আরেক শ্রেণির দর্শক, যারা টাকা নিয়ে ঘুরছেন কিন্তু টিকিট পাচ্ছেন না। তাদের প্রতিক্রিয়া আবার অন্যরকম। ‘ভাই টাকা আছে কিন্তু টিকিট নেই। ’

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ২ মার্চ ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।