ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ ক্লাব সাসেক্সে ডাক পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
ইংলিশ ক্লাব সাসেক্সে ডাক পেলেন মুস্তাফিজ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্সে ডাক পেলেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। আসছে গ্রীস্মে দলটির সীমিত ওভারের ক্রিকেটের জন্য নেওয়া হয়েছে টাইগারদের তরুণ এ বোলারকে।

আগামী সার্কস ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট লিগেই দেখা যাবে তাকে।

২০১৬ সালে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে সাসেক্সে যোগ দিচ্ছেন মুস্তাফিজ। এর আগে গত জুলাইয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর এই দলে নাম লেখান।   বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে ইংলিশ কাউন্টিতে উইস্টাশায়ারের হয়ে খেলেছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও নটিংহ্যামশায়ারের হয়ে মাঠ মাতিয়েছিলেন ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১ কোটি ৪০ লক্ষ ভারতীয় রুপির বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন মুস্তাফিজ।

গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-২০ ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুস্তাফিজের। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে হয়ে ওঠেন বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস। অভিষেক ৩ উইকেট নিয়ে বিশ্ববাসীর নজর কাড়েন। ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে নেন পাঁচ উইকেট। আর পরের ম্যাচেই নেন আরও ছয় উইকেট।

বর্তমানে নয়টি ওয়ানডে খেলা মুস্তাফিজুরের উইকেট ২৬টি। আর ১০টি টি-২০ ম্যাচে তিনি নিয়েছেন ১৩ উইকেট। অভিষেক টেস্টেও বাজিমাত করেন এ বাঁহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পান প্রথম ইনিংসে চার উইকেট।

সাসেক্সে সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত মুস্তাফিজ বলেন, ‘কাউন্টি ক্রিকেটে সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। ইংল্যান্ডে খেলার স্বপ্ন আমার সব সময়ই ছিলো। তাই এমন সুযোগ দেওয়ায় আমি সাসেক্সকে ধন্যবাদ জানাই। আশাকরি এর প্রতিদান দিতে পারবো। ’

মুস্তাফিজকে দলে নেওয়ার প্রসঙ্গে সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিস বলেন, ‘সাসেক্সে মুস্তাফিজুরকে নিতে পেরে আমি খুবই খুশি। সে বর্তমান বিশ্ব সেরা প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে একজন। তার অর্থাডক্স বোলিং বিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য সব সময়ই ভয়ঙ্কর। ’

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।