ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রকিবুলের ডাবল সেঞ্চুরিতে রান-পাহাড়ে সেন্ট্রাল জোন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
রকিবুলের ডাবল সেঞ্চুরিতে রান-পাহাড়ে সেন্ট্রাল জোন

ঢাকা: রকিবুল হাসানের ডাবল সেঞ্চুরিতে (২২৮) ইস্ট জোনের বিপক্ষে রানের পাহাড় গড়েছে সেন্ট্রাল জোন। বিসিএলের চতুর্থ রা‌উন্ডের ম্যাচে আট উইকেটে ৫৮৮ রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করেছে সেন্ট্রাল জোন।

জবাবে দ্বিতীয় দিন শেষে ইস্ট জোনের সংগ্রহ ২ উইকেটে ১৪২ রান। ৮৯ রান করে আউট হন আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল হক।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে আগের দিনের চার উইকেটে ৩২১ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিন শুরু করে সেন্ট্রাল জোন। ১১৯ রানে অপরাজিত থাকা রকিবুল আউট হন ২২৮ রান করে। ৩৩৮ বলে ১৯টি চার ও দুটি ছক্কায় সাজানো তার ইনিংসটি।

১০ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করা তানভির হায়দার তুলে নেন সেঞ্চুরি। ১১০ রান করে তাসামুলের বলে আউট হন তানভির হায়দার। পঞ্চম উইকেটে রকিবুল-তানভির যোগ করেন ২৪০ রান।

ইস্ট জোনের রাহাত ফেরদৌস সর্বোচ্চে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন তাসামুল হক ও মোহাম্মদ সাউফউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।