ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

একাদশে ফিরলেন তামিম-সানি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
একাদশে ফিরলেন তামিম-সানি ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপে ফাইনাল নিশ্চিতের ম্যাচে বাংলাদেশ একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে স্কোয়াডে আসা তামিম ইকবাল ঢুকেছেন একাদশে।

এছাড়া নুরুল হাসান সোহানের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন। মোহাম্মদ নওয়াজের জায়গায় এ ম্যাচে খেলানো হচ্ছে আনোয়ার আলীকে।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, তাসকিন আহমেদ 

পাকিস্তানের একাদশ: মোহাম্মদ হাফিজ, শারজিল খান, খুররম মঞ্জুর, উমর আকমল, শোয়েব মালিক, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি, মোহাম্মদ ইরফান ও আনোয়ার আলী।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।