ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্যালারিতে অন্যরকম ‘বাংলাদেশ’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
গ্যালারিতে অন্যরকম ‘বাংলাদেশ’ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের ম্যাচে  পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। এ ম্যাচকে ঘিরে দর্শকের আগ্রহ অন্য  যে কোনো ম্যাচের চেয়ে বেশি।

এ ম্যাচে পাকিস্তানকে হারালেই ৬ মার্চের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত।

এমন ম্যাচে মাশরাফি-সাকিব-তামিম-সাব্বিরদের উৎসাহ যোগাতে মাঠে এসেছে প্রচুর টাইগারসমর্থক। গালে-কপালে বাংলাদেশের পতাকার ট্যাটু একে গ্যালারি মাতাচ্ছেন তরুণ-তরুনীরা। লুঙ্গি-গেঞ্জি  আর মাথায় গামছা পরে একদল যুবক। সবই আসলে প্রিয় দলের ক্রিকেটারদের সাহস আর উৎসাহ দেওয়ার মানসেই। এ ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছাবে বাংলাদেশ, এটাই ভক্ত-সমর্থকদের প্রত্যাশা।

এর আগে, ২০১২ সালে প্রথম বারের মত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠে এই পাকিস্তানের কাছেই ২ রানের ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল টিম বাংলাদেশ।   সেটি ছিল ওয়ানডে ফরম্যাটের এশিয়া ‍কাপ, এবার হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।
 
আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারানোয় তিন ম্যাচে চার পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে, ভারতের সঙ্গে পরাজয়ের পর আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নেয় পাকিস্তান। তাদের পয়েন্ট দুই। পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে, পাকিস্তানের কাছে হারলেও ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না মাশরাফি বাহিনীর। সেক্ষেত্রে ৪ মার্চের ম্যাচের (শ্রীলঙ্কা-পাকিস্তান) দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার হবে সমান চার পয়েন্ট।   রান রেটের বিচারে নিশ্চিত হবে ফাইনালিস্ট। প্রথম তিনটি ম্যাচের হারে ফাইনালে উঠার লড়াই থেকে ছিটকে গেছে আরব আমিরাত। আর প্রথম তিন ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।