ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিন: ৩-১-২-১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
তাসকিন: ৩-১-২-১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: তিন ওভার এক মেডেন দুই রান এক উইকেট। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বোলিং ফিগার এটা।



চার-ছক্কার খেলা টি-টোয়েন্টি ক্রিকেট। কিন্তু ধুমধাড়াক্কার এই ফরম্যাটে এমন কিপটে বোলিং কে করতে পেরেছেন আর!? একের পর এক ডট দিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন তাসকিন।

১৮টি ডেলিভারির ১৬ টিতেই কোনো রান নিতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। দুই রান খরচে তাসকিন তুলে নিয়েছেন উমর আকমলের উইকেটটি।

ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে তাসকিন দেন মাত্র এক রান। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে চেপে ধরেন তাসকিন। ছয়টি বল মোকাবেলা করে হাফিজ কোনো রান সংগ্রহ করতে পারেননি।

এরপর ইনিংসের ৯ম ওভারে বল করতে এসে উমর আকমলকে আউট করেন দ্বিতীয় বলে। ওই ওভারে শেষ বলে মাত্র একটি রান খরচ করেন  এই ডানহাতি পেসার।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬/
এমজেএফ/ 

** তাসকিনের কিপটে বোলিং!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।