ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বমঞ্চে নতুন জার্সিতে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
বিশ্বমঞ্চে নতুন জার্সিতে টিম ইন্ডিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি উম্মোচন করা হয়েছে। আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড ‘নাইকি’র করা এই জার্সিতে খেলবে পুরুষ ও নারী উভয় দলই।



নতুন এই জার্সিতে প্রাধান্য দেওয়া হয়েছে ভারতীয় ঐতিহ্যবাহী ‘নীল’ রংকে। তবে মনোমুগ্ধকর ডিজাইনের পাশাপাশি বৈচিত্র আনা হয়েছে জার্সির কালারে।

জার্সি উম্মোচনের পর একটি ছবি প্রকাশ করা হয় যেখানে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কে রাহানে, রবিন্দ্র জাদেজা ও উমেশ যাদব। এছাড়া রয়েছেন নারী দলের আরও পাঁচ ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের জার্সির অফিসিয়াল স্পন্সর নাইকি। আগামী ৮ মার্চ থেকে ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। বিশ্বকাপে ভারত খেলবে গ্রুপ ‘টু’তে। ১৫ মার্চ নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।