ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের কাছে মাথা নত করায় জ্বলছেন তারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
টাইগারদের কাছে মাথা নত করায় জ্বলছেন তারা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে হেরে চলমান এশিয়া কাপের আসর থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এরপরই দলটির সমালোচনায় মেতে উঠেছেন তারা।

তারা আর কেউ নন, দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটার। এশিয়া কাপের মিশনে নেমে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হেরে বসে পাকিস্তান। পরে আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নেয় তারা। কিন্তু, এরপরের ম্যাচেই টাইগারদের কাছে মাথা নত করতে হয় পাকিস্তানকে।

টাইগারদের বিপক্ষে প্রথম থেকেই মুখ থুবরে পড়া পাকিস্তান ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয়। জবাবে ৫ বল হাতে রেখেই শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, উমর আকমল, মোহাম্মদ হাফিজদের হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা।

পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার জানান, এভাবে হেরে গিয়ে এশিয়া কাপের আসর থেকে বিদায় নেওয়াটা সত্যিই হতাশাজনক। আমরা আশা করেছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করবে দল। কিন্তু তা আর হলো কই!

দেশটির বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক জানান, আমাদের বোলাররা আবারো ভালো বল করেছে। তবে, বাংলাদেশের বোলারদের সামনে ব্যাটসম্যানরা পুরোই ব্যর্থ। নির্বাচকরা চেষ্টা করেছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা ব্যাটসম্যানদে স্কোয়াডে রাখতে, কিন্তু তা কাজে লাগেনি।

তিনি আরও যোগ করেন, মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সেখানে বল দারুণভাবে গ্রিপ করানো যায়। তবে, দিনশেষে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের পরিকল্পনাগুলো দল কাজে লাগাতে পারেনি।

পাকিস্তানের সাবেক টেস্ট দলপতি জাভেদ মিয়াদাদ, মোহাম্মদ ইউসুফ, রশিদ লতিফ এবং সাবেক ক্রিকেটার মোহসিন খান, সরফরাজ খান সমালোচনা করেন আফ্রিদি বাহিনীর।

দলটির বাজে ব্যাটিং পারফরমেন্স নিয়ে মিয়াদাদ বলেন, আমি সম্প্রতি এমন বাজে ব্যাটিং লাইনআপের দল দেখিনি। দলের অধিনায়ক যেখানে দল পরিচালনায় ব্যর্থ হচ্ছে সেখানে পিসিবির উচিৎ নতুন করে কিছু ভাবা। একজন দলপতির সক্ষমতা না থাকলে দল কখনোই ভালো কিছু করে দেখাতে পারবে না।

মোহাম্মদ ইউসুফের বক্তব্য, পাকিস্তানের বর্তমান ব্যাটসম্যানরা আন্তর্জাতিক দলগুলো বিপক্ষে ভালো করতে পারছে না। তারা নিজেদের টেকনিকগুলো ম্যাচে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে। আফ্রিদি চাপের মধ্যে থেকে তার নেতৃত্ব দিয়ে দলের ক্রিকেটারদের সঠিকভাবে ক্লিক করাতে পারছে না। এটা সত্যিই চিন্তার বিষয়।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার নওয়াজ বলেন, বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে হেরে এশিয়া কাপের আসর থেকে ছিটকে পড়া আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পাকিস্তানের বর্তমান দলটির পরিস্থিতি। বিশ্বকাপের আগে আফ্রিদিকে সরিয়ে দিয়ে নতুন কোনো অধিনায়ক আনা উচিৎ। আমরা শুনেছি ক্রিকেটাররা নানারকম অজুহাত খুঁজছে। কিন্তু ম্যাচে ভালো করতে না পারলে এসব ফালতু অজুহাত কোনো কাজে দেবেনা, বরং প্রশ্নবিদ্ধ হবে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলেন, আমি বুঝতে পারছিনা কাকে দোষ দেব। যখন তারা পাকিস্তানের হয়ে খেলতে নামে তখন তাদের আরও ভালো পারফর্ম করা দরকার, নিজের সেরাটা দেওয়া দরকার। বাংলাদেশের বিপক্ষে হেরে ফাইনালের ম্যাচ থেকে ছিটকে পড়া আমাকে হতাশ করছে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আমরা তাদের থেকে বেশি অভিজ্ঞতাসম্পন্ন দল।

মোহসিন খান পাকিস্তানের সমালোচনা করে জানান, টিম ম্যানেজমেন্টকে আরও ভালো পদক্ষেপ নিতে হবে। তাদের খুঁজে বের করা দরকার কেনো ক্রিকেটাররা বারবার ব্যর্থ হচ্ছে। ক্রিকেটারদের ভুলগুলো শিগগিরই শুধরে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।