ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিনশেষে এগিয়ে সেন্ট্রাল এবং নর্থ জোন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
তৃতীয় দিনশেষে এগিয়ে সেন্ট্রাল এবং নর্থ জোন ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে তৃতীয় দিনশেষে এগিয়ে সেন্ট্রাল জোন এবং নর্থ জোন। সেন্ট্রাল জোন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে খেলছে।

আর নর্থ জোন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সাউথ জোনের বিপক্ষে খেলছে।

সেন্ট্রাল জোন নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তাদের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে ইস্ট জোন তৃতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে তুলেছে ৩৭৬ রান। এখনও ২১২ রান পিছিয়ে ৩ উইকেট হাতে থাকা ইস্ট জোন।

সেন্ট্রাল জোনের হয়ে ২২৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন রাকিবুল হাসান। ৩৩৮ বলে ১৯টি চারের সঙ্গে রাকিবুলের ইনিংসে ছিল দুটি ছক্কা। এছাড়া ১১০ রান করেন তানভীর হায়দার। মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৮১ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করার আগে ইস্ট জোন করে ৩৭৬ রান। দলের হয়ে অধিনায়ক মুমিনুল হক করেন ৮৯ রান। অলোক কাপালি ৭৩, জাকির হাসান ৩৮, ইয়াসির আলি ৫৯, ইমতিয়াজ হোসাইন ৩৭ রান করেন। মোহাম্মদ সাইফুদ্দিন ৪৫ রানে অপরাজিত রয়েছেন।

এদিকে, একাডেমি মাঠে নর্থ জোনের করা ২৯৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সাউথ জোন ৩৪১ রানে অলআউট হয়। তবে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে নর্থ জোন ২৩৭ রান তুললে হাতে ৭ উইকেট রেখে ১৯২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে তারা।

প্রথম ইনিংসে নর্থ জোনের হয়ে দলপতি নাঈম ইসলাম ৪৮, ধীমান ঘোষ ২৯, ফরহাদ হোসেন ২৩, জুনায়েদ সিদ্দিকী ৪, আরিফুল হক ৪৩, মুক্তার আলি ৬৪ রান করেন। জবাবে সাউথ জোনের এনামুল হক বিজয় ৭০, শাহরিয়ার নাফিস ৫২, ফরহাদ রেজা ১৭, তুষার ইমরান ৯৬, তাইবুর রহমান ৩৮ রান করলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৪১ রান। নর্থ জোনের হয়ে সাঞ্জামুল ইসলাম ৬টি উইকেট তুলে নেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে নর্থ জোন। ওপেনার জহুরুল ইসলাম ৭৪, জুনায়েদ সিদ্দিকী ৬, ফরহাদ হোসেন ১ রান করে বিদায় নেন। নাজমুল হোসেন শান্ত ১০৫ রান করে অপরাজিত আছেন। নাঈম ইসলাম করেন অপরাজিত ৪৬ রান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।