ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বোলিংয়ের সামনে অসহায় অামিরাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
ভারতের বোলিংয়ের সামনে অসহায় অামিরাত ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিয়ম রক্ষার ম্যাচ হলেও ফাইনালের প্রস্তুতি হিসেবেই আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। তবে এশিয়া কাপের বৃহস্পতিবারের (৩ মার্চ) ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন আনে টিম ইন্ডিয়া।

প্রথম ব্যাট করে ‍৯ উইকেটে মাত্র ৮১ রান করেছে আমিরাত। যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর।

ফাইনালের আগে আর একটি মাত্র ম্যাচ বাকি (পাকিস্তান-শ্রীলঙ্কা, ৪ মার্চ)। আগামী ৬ মার্চ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাশরাফিদের মুখোমুখি হবেন ধোনি-কোহলিরা।

রবিন্দ্র জাদেজা বিশ্রামে থাকার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বাঁহাতি স্পিনার পাওয়ান নেগি। জাদেজা ছাড়াও ফাইনাল ম্যাচ সামনে রেখে বিশ্রাম পেয়েছেন আশিষ নেহরা ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দু’জনের পরিবর্তে ‍চলতি আসরে প্রথমবারের মতো খেলার সুযোগ পেলেন ভুবনেশ্বর কুমার ও হরভজন সিং।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে রেকর্ডের খাতায় নাম লেখায় আমিরাত। টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ভারতের বিপক্ষে যুগ্নভাবে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করেন সাইমান আনোয়াররা। ছয় ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ২১ রান। আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের (২০১০ সালে)।

নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮১ রানের সংগ্রহ দাঁড় করায় আমিরাত। দুই ওপেনার রোহান মুস্তফা (১১) ও স্বপ্নীল পাতিল ১ রান করে আউট হন। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে ইনিংসের শেষ ওভারে রান আউটের ফাঁদে পড়েন সাইমান আনোয়ার।

এছাড়া আর কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেন নি। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন অধিনায়ক আমজাদ জাবেদ। মিডল অর্ডারে নামা মুহাম্মদ উসমানের ব্যাট থেকে আসে ৯ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ দু’টি উইকেট লাভ করেন ভুবনেশ্বর কুমার। চার ওভারে দুই মেডেনে মাত্র ৮ রান দেন এ ডানহাতি পেসার। একটি করে উইকেট নেন জাসপ্রিত ভুমরাহ, হার্দিক পান্ডে, হরভজন সিং, পাওয়ান নেগি ও যুবরাজ সিং।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।