ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাংক বন্ধ, কোথায় গেল ফাইনালের টিকিট!

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ব্যাংক বন্ধ, কোথায় গেল ফাইনালের টিকিট! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে রোববার (০৬ মার্চ) ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে দাপটের সঙ্গেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের ক্ষত এখনো শুকায়নি টাইগারদের মনে। ফাইনালটা এক অর্থে তাই প্রতিশোধেরও!

এ ম্যাচ দেখতে টাইগারপ্রেমীদের আগ্রহ চরমে পৌঁছাবে সেটাই স্বাভাবিক। তবে খেলা দেখতে লাগবে যে ‘সোনার হরিণ’ টিকিট। কিন্তু কোথাও মিলছে না ফাইনালের টিকিট!

ম্যাচ শুরুর একদিন আগে (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টিকিট পার্টনার ইউসিবি ব্যাংকে পাওয়ার কথা ফাইনালের টিকিট। কিন্তু  সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার থেকে শনিবার বেলা ১২টা অবধি ইউসিবির মিরপুর শাখা (১০ নম্বর) তালাবদ্ধ অবস্থায় রয়েছে। খেলা চলাকালীন সাধারণ ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা হয়।
 
শনিবার (০৫ মার্চ) সকাল থেকে ফাইনালের টিকিট পাওয়া যাবে-এমন আশাতে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে তরুণ-যুবারা আগের দিন শুক্রবার সকাল ৭টা থেকেই ভিড় করে মিরপুরের ইউসিবি শাখায় সামনে। সেখানে দিন-রাত যাপনের পর অনেকই পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু শনিবার সকালে নির্ধারিত সময়ে ব্যাংক না খোলায় মাথায় আকাশ ভেঙ্গে পড়ে টিকিটপ্রত্যাশীদের।

সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের লাঠিচার্জে আহত হন দুই তরুণ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১২টা ১৫ মি.) তালাবদ্ধ ব্যাংকের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। আনা হয়েছে জলকামান। ২৪ ঘণ্টারও বেশী সময় অপেক্ষা করেও টিকিট না পাওয়া চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে টিকিট প্রত্যাশীদের মনে।   চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা, ব্যাংক আদৌ খোলা হবে কি?

পুলিশ সদস্যরা এ ব্যাপারে কোনো ধারনা দিতে পারেননি। ইউসিবি ব্যাংকের দায়িত্বরত কমকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিসিবির টিকিট অ্যান্ড সিটিং কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

২৫ হাজার দর্শক-ধারণক্ষম শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে রোববার এশিয়া কাপের ফাইনাল খেলা আসলে কারা দেখবেন-এ নিয়ে কৌতূহল জাগছে ক্রিকেটপ্রেমী ও সংবাদকর্মীদের মনে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।