ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ ফাইনাল

ব্যাংকে টিকিট কেনার লাইনে মারামারি, পুলিশের লাঠিচার্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ব্যাংকে টিকিট কেনার লাইনে মারামারি, পুলিশের লাঠিচার্জ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিট কেনার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (উইসিবি) লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকদের ওপর লাঠিচার্জ করে।

এ সময় আহত হন বেশ কয়েকজন দর্শক। ক্ষুব্ধ দর্শকদের ছোড়া ঢিলে আহত হন বেশ কয়েকজন পুলিশও।

শনিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় গোলযোগ।

মারামারি ও লাঠিচার্জের ঘটনায় মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ‍তাজ বাংলানিউজ জানান, এখানে কোনো মারামারি হয়নি, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসজেএ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।