ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চোট পেলেও সাকিবকে নিয়ে শঙ্কা নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
চোট পেলেও সাকিবকে নিয়ে শঙ্কা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের ফাইনালে মাঠে নামার জন্য প্রস্তুত বাংলাদেশ। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে সামান্য চোট পেয়েছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।



রোববার (০৬ মার্চ) ভারতের বিপক্ষে ফাইনালকে সামনে রেখে শনিবার (০৫ মার্চ) অনুশীলনে নামেন সাকিব। ব্যাটিংয়ের এক পর্যায়ে কুঁচকিতে টান লাগে তার। প্রথম অবস্থায় জানা যায়নি সাকিবের চোট কতটা গুরুতর। তবে, শঙ্কা নেই সাকিবকে নিয়ে জানিয়েছেন বিসিবির চিকিৎসক।

সাকিবের চোট নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান সংবাদমাধ্যমকে জানান, ব্যথাটা সে গতকাল পেয়েছে। ফলে আজ সাকিবের অনুশীলনে নিষেধ ছিলো। তারপরও ব্যথাটা কেমন তা বুঝতে সাকিব অনুশীলন করেছে। তবে সেটা অল্প কিছুক্ষণ। সব মিলিয়ে সে ভালো আছে। পরিস্থিতি কালকের ম্যাচ না খেলার মতো নয়।

তিনি আরও যোগ করেন, সাকিব আজ নতুন করে কোনো ব্যথা পায়নি। আশা করছি ফাইনাল ম্যাচের আগেই সে ফিট হয়ে যাবে। তার ব্যথাটা উরুতে। ফাইনালে সাকিবকে নিয়ে কোনোরকম শঙ্কা নেই।

মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৬
এমআর/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।