ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সোনার হরিণ’ পেতে কোয়ার্টার মাইল লাইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
‘সোনার হরিণ’ পেতে কোয়ার্টার মাইল লাইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ ও ভারতের এশিয়ার সেরা মুকুট জেতার লড়াই দেখার টিকিট পেতে মিরপুর ১১ নম্বরের ৬ নম্বর সেকশনের সংশ্লিষ্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ব্যাংকের সামনে ক্রিকেটপ্রেমীদের কোয়ার্টার মাইল লম্বা লাইন পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।



শনিবার (৫ মার্চ) ব্যাংকের সামনে ঘুরে দেখা যায়, রোববার (৬ মার্চ) অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচের টিকিট পেতে ইউসিবির আশপাশে মানুষের ঢল নেমেছে। ব্যাংকের সামনে থেকে টিকিট প্রার্থীদের লাইন ১০ নম্বর গোল চত্বরের কাছে পৌঁছে গেছে। তিন ভাঁজের প্যাঁচানো লাইন সোজা মেলে ধরলে তা গোল চত্বর ছাড়িয়ে যাবে আরও দূর।

টিকিট সংগ্রহে লাইনে দাঁড়ানো ক্রীড়ামোদীদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ একটি ভ্যান ও সাঁজোয়া যান প্রস্তুত রেখেছে।

কেউ কেউ টিকিট হাতে পাওয়া মাত্রই ভরসা ও আনন্দের খোরাক দিচ্ছেন অন্যদের।

গ্রুপপর্বে দারুণ খেলে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জেতার লড়াইয়ে নামবে মাশরাফি বিন মুর্তজার লাল-সবুজের যোদ্ধারা।

এই ঐতিহাসিক লড়াইয়ের স্বাক্ষী হতে হাজারো ক্রিকেটানুরাগীকে শুক্রবার (৪ ‍মার্চ) থেকেই টিকিট সংগ্রহে লাইন দিতে দেখা যায়। শনিবার ইউসিবি বন্ধ থাকলেও ক্রীড়ামোদীদের টিকিট দিতে বিকেলে চালু হয়েছে ব্যাংকের মিরপুর শাখা।

ফাইনাল নিয়ে কী উন্মাদনা চলছে মিরপুরে, বাংলানিউজের পাঠকদের জন্য রইল তার কিছু ভিডিও চিত্র।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।