ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টেডিয়াম-সংলগ্ন সকল দোকানপাট বন্ধের নির্দেশ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
স্টেডিয়াম-সংলগ্ন সকল দোকানপাট বন্ধের নির্দেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ফাইনাল শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়। হাইভোল্টেজ ফাইনালটিতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সকাল থেকেই স্টেডিয়াম এলাকায় বাড়তি নজর পুলিশের।



মিরপুর ২ নম্বর মোড় থেকে ৬ নম্বরের প্রশিকা মোড় পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে মিরপুর মডেল থানা থেকে। তবে ফার্মেসি দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

কেবল নির্দেশনাই সীমাবদ্ধ নয়; পুলিশ সদস্যরা নিজেরাই শাটার টেনে বন্ধ করছেন দোকানপাট। এতে বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। স্টেডিয়ামের প্রধান ফটকের (২ নম্বর গেট) সামনেই রয়েছে তিনটি খাবারের হোটেল। ফাইনালে প্রচুর দর্শকের কথা চিন্তা করে বাড়তি খাবার তৈরি করা হয়েছে হোটেলগুলোতে। খাবার বিক্রি করতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান সালমান বিরিয়ানি হাউজের মালিক।

স্টেডিয়ামের ১ নম্বর গেটের বিপরীতে ফ্লেক্সিলোড সেবাদাতা মো: জিয়া বাংলানিউজকে বলেন, এর আগে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দোকান বন্ধ রাখতে হয়নি। সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপের ফাইনালেও দোকান বন্ধ ছিলো না। এ অভিজ্ঞতা আমাদের জন্য নতুন। দোকান বন্ধ রাখলে যদি ফাইনালটা ভালোভাবে হয় তবে সেটাই ভালো।

আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠা স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মিরপুরে আজ বাংলাদেশ দল প্রত্যাশিত জয় পেলেই সার্থক হবে স্থানীয় ব্যবসায়ীদের এ ত্যাগ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।