ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তফা কামালের চোখে টাইগাররাই চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
মুস্তফা কামালের চোখে টাইগাররাই চ্যাম্পিয়ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ বনাম ভারত। টি-টোয়েন্টি র‌্যাকিংয়ের সেরা দল ভারত।

তবে তালিকার ১০-এ থাকলেও ছেড়ে কথা বলবে না টাইগাররাও এটি জানেন মহেন্দ্র সিং ধোনিরা। আর এ ম্যাচের আগে বাংলাদেশের দিকেই বাজির ঘোড়া রেখেছেন সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন, ম্যাচে পরিষ্কার ভাবে ভারত ফেভারিট। কিন্তু কামাল বিশ্বাস করেন শেষ হাসিটা স্বাগতিকরাই হাসবে। সেই সঙ্গে গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচের প্রতিশোধও নেবে তামিম-সাকিবরা।

২০১৫ বিশ্বকাপের পর আইসিসির সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়ান কামাল। মাঠে বসেই দেখেছেন ভারতের কাছে বাংলাদেশের পরাজয়। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, মেলবোর্নের ম্যাচটিতে আম্পায়াররা বাংলাদেশকে হারিয়েছে।

বর্তমানে সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামালের গুলশানের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ‘কলম ও কাগজে হয়তো ভারত ফেভারিট। তবে এটা সত্যি মাশরাফির অধীনে বাংলাদেশ এই শিরোপা জিতবে। ’

তিনি আরও বলেন, ‘ঘরের মাঠে টাইগাররা স্বাধীনভাবে খেলে। আর নিজেদের মাঠে খেলা বলেই ভর-ডরহীন ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে দলটির। ’

কামাল আরও যোগ করেন, ‘আমি মেলবোর্নের ঘটনা ভুলে গেছি। আমি সেটি আর স্মরণও করতে চাই না। এখন বাংলাদেশের জয়ই আমার একমাত্র কাম্য। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।