ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সোনার হরিণ নয়, টিকিট এখন হীরের টুকরা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
সোনার হরিণ নয়, টিকিট এখন হীরের টুকরা! ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: হীরাই সম্ভবত পৃথিবীতে সব চেয়ে দামী ধাতবের নাম। কিন্তু সেই হীরার মতো দামী এখন বাংলাদেশ-ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনালের টিকিট! ১৫০ টাকার টিকিটের দাম ৮ হাজার টাকা! কী সাংঘাতিক ব্যাপার! শুনলেই কেমন কেমন লাগে, এতো দেখছি রীতিমতো আঁতকে উঠার সামিল।



যারা নিয়মিত খেলা দেখেন না বা খোঁজ খবর রাখেন না তাদের কাছে এই খবর অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ফাইনালের টিকিটের কালোবাজারে এটাই বর্তমান দাম।  
 
কয়েক ঘণ্টা বাদেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভরতের মধ্যকার এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। ক্রিকেটে সব সময় শক্তিশালী এই দলটির বিপক্ষে টাইগাররা জিততে পারলেই নতুন ইতিহাস রচনা হবে বাংলাদেশের ক্রিকেটে। সেই ইতিহাসের স্বাক্ষী হতেই মাঠে বসে খেলা দেখতে চান ভক্ত-সমর্থকরা।

কিন্তু পরিতাপের বিষয় হলো ব্যাংক থেকে খালি হাতে ফিরে এখন স্টেডিয়াম প্রাঙ্গনে যারা ঘোরাঘুরি করছেন তাদের কারো হাতেই টিকিট নেই। গেল দুই দিন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকেও এই ভক্তরা তাদের কাঙ্খিত টিকিটটি পাননি। তাই এসেছেন কালোবাজারীদের কাছ থেকে টিকিট নিতে। কিন্তু স্টেডিয়াম প্রাঙ্গনের কালোবাজারীরা টিকিটের দাম যেভাবে হাঁকাচ্ছেন তাতে সবার হাত কপালে। এখানে ১৫০ টাকার টিকিট ৮ হাজার টাকা! ফলে প্রিয় বাংলাদেশের ইতিহাস গড়ার এই ম্যাচটি তারা দেখতে পারছেন না বলে আফসোসের শেষ নেই।

রোববার (৬ মার্চ) মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটভক্ত এমনটিই জানালেন। ‘হীরের মতো দাম ভাই! ১৫০ টাকার টিকিটের জন্য ৩ হাজার টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি তারা ৮ হাজার টাকা চাইছে। এত টাকাতো নিয়ে আসিনি। ভেবেছিলাম ৩ হাজার টাকায় টিকিট পাব। এখন কী আর করবো, খেলা দেখতে পারবো না। সমস্যা নেই বাসায় বসে দেখবো। ’

শুধু এই ভক্তই নয়, আছেন আরও অনেকে যারা এমন গগণচুম্বি দাম শুনে হতাশ হয়ে এখান থেকেও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ৬ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।