ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মহাদেশীয় ক্রিকেটযুদ্ধের আর কয়েক ঘণ্টা

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
মহাদেশীয় ক্রিকেটযুদ্ধের আর কয়েক ঘণ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে হবে মহাদেশীয় সেরার মুকুট জেতার ক্রিকেটযুদ্ধ।

এ লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত।

মহেন্দ্র সিং ধোনি বাহিনী নিজেদের ‘ফেভারিট’ দাবি করলেও এ লড়াইয়ে কোনো অংশে মাশরাফি বিন মুর্তজা বাহিনীকে পিছিয়ে রাখছেন না ক্রিকেটবোদ্ধারা। যদিও রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরে শুরু হওয়া ক্রিকেটযুদ্ধেই হবে তার ফয়সালা।

তার আগে আপাতত মিরপুরে সংশ্লিষ্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শাখায় চলছে ‘টিকিটযুদ্ধ’। খেলা শুরু হওয়ার মাত্র কয়েকঘণ্টা হলেও ইউসিবি থেকে টিকিট পেতে দুপুর ২টা পর্যন্তও দেখা গেছে দীর্ঘ লাইন।

এশিয়া কাপের এ শিরোপা জেতার লড়াই শুরু হওয়ার আগে দারুণ উচ্ছ্বাস-উন্মাদনায় মেতেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। পাড়ায়-মহল্লায় উল্লাস-মিছিলের প্রস্তুতির পাশাপাশি পুরো ফেসবুক ভেসে যাচ্ছে ক্রিকেটীয় আবেগে। লাখ লাখ ফেসবুকার তাদের প্রোফাইলের ছবি পরিবর্তন করেছেন টাইগারদের সমর্থনে লাল-সবুজের রঙে। পুরো ফেসবুকই যেন এখন লাল-সবুজের প্রতিনিধিদের শক্তি-সাহস যোগানোর গ্যালারি হয়ে উঠেছে।

টাইগার ক্রিকেটপ্রেমীরা বলছেন, বিরাট কোহলি-রোহিত শর্মা-ধোনিদের ব্যাটিং লাইনআপের শক্তিশালী ভারত প্রতিদ্বন্দ্বী হলেও বাংলাদেশের প্রত্যাশার সবচেয়ে বড় কারণ সাম্প্রতিক ধারাবাহিক স‍াফল্য ও ঈর্ষণীয় ‘গ্যালারি-শক্তি’।

তাছাড়া, ফাইনালে বাংলাদেশ পৌঁছেছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েই। প্রত্যাশার পারদ এ কারণেও ঊর্ধ্বমুখী যে, এর আগে ২০০৭ বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপে ভারতকে হারানোর অর্জন আছে বাংলাদেশের। আছে গত বছর পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়ে ফেরত পাঠানোর মতো বিস্ময়কর অর্জনও।

‘রূপকথার’ মতো এমন সাফল্যগাঁথা নিয়ে মাঠে নামলে ঐতিহাসিক মার্চে আরেকবার গর্জন করে উঠতেই পারে মাশরাফি বিন মুর্তজার ‘অদম্য’ বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসএ/এইচএ

** ২৫ হাজার আসনের গ্যালারিতে জায়গা চায় ১৬ কোটি বাংলাদেশি!
** এখন টিকিট যুদ্ধ, সন্ধ্যায় ক্রিকেট!
** মিরপুরে ক্রিকেটপ্রেমীদের অন্যরকম সকাল
** ফেসবুকের প্রোফাইল ছবিতে ‍টাইগারদের সমর্থন
** উত্তাপ বাড়ছে মিরপুরে
** এখন টিকিট যুদ্ধ, সন্ধ্যায় ক্রিকেট!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।