ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনাল চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা নেই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
ফাইনাল চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর কিছুক্ষণের মধ্যেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াই। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এ মহারণকে ঘিরে ঢাকাসহ প্রায় পুরো উপমহাদেশ কাঁপছে ক্রিকেটীয় জ্বরে।

এ আবেগ-উন্মাদনা ছুঁয়ে যাচ্ছে দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক আমজনতাকে।

রোববার (০৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরে শুরু হওয়া এ ম্যাচ দেখতে ইতোমধ্যে স্টেডিয়াম এলাকায় জনতার ঢল নেমেছে। তবে কেবল স্টেডিয়ামই নয়, পুরো বাংলাদেশকেই যেন গ্যালারি বানিয়ে ফেলেছেন ক্রীড়ানুরাগীরা। প্রত্যেক পাড়ায় পাড়ায়, বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাস ও গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দায় খেলা দেখার সব আয়োজন শেষ করেছেন তারা।

টেলিভিশন-বড় পর্দায় আবেগ-উন্মাদনার এই খেলা দেখার সময় ক্রিকেটপ্রেমীরা যেন কোনো বিদ্যুৎ বিভ্রাটে না পড়েন, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপে জানা যায়, ক্রিকেটের আবেগ ছুঁয়ে গেছে তাদেরও। তারা বলছেন, বাংলাদেশের ক্রিকেটপাগল মানুষ যেন এশিয়া কাপের ফাইনাল দেখা থেকে একটি মুহূর্তের জন্যও বঞ্চিত না হন সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন তারা।

এ বিষয়ে আলাপ করলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (জেনারেশন) আ হ ম কামাল বাংলানিউজকে বলেন, এশিয়াকাপ-২০১৬’র ফাইনাল ঘিরে আমাদের প্রস্তুতি আছে। সারাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে রাখা হয়েছে, যেন ফাইনাল খেলার সময় বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে।

তিনি বলেন, শনিবার (০৫ মার্চ) সারাদেশে আমাদের ৮ হাজার মেগাওয়াট ডিমান্ড ছিল। আজ প্রয়োজন হলে আরও বেশি সরবরাহ করতে পারবো। তা-ও সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যাবতীয় চেকআপ শেষ করেছেন। ফাইনালের জন্য ডেসকো সার্বিকভাবে প্রস্তুত।

ক্রিকেটানুরাগীরাও প্রত্যাশা করছেন, গ্যালারিতে ২৫-২৬ হাজার মানুষ থাকলেও টেলিভিশন-বড় পর্দার সামনে বসে থাকবে ১৬ কোটি বাঙালি। আর এই কোটি বাংলাদেশি যেন এশিয়া কাপের ফাইনালের মতো সময়টায় বিদ্যুৎ বিভ্রাটের বিড়ম্বনায় না পড়েন, সেজন্য কর্তৃপক্ষ সতর্ক থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআই/আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।