ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে মাঠে নামতে মুখিয়ে আছে মাশরাফি বাহিনী। জয়ের প্রত্যাশায় উন্মাদনায় মেতে উঠেছে সারা বাংলাদেশ।



তবে রোববার (০৬ মার্চ) দুপুর থেকেই বৃষ্টি সম্ভাবনা নিয়ে চোখ রাঙাচ্ছে আবহাওয়া। সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়সহ বৃষ্টির তাণ্ডবে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইট গেছে নিভে।
 
এ অবস্থায় বৃষ্টির বাধায় পণ্ড হতে পারে শিরোপা নির্ধারণী ম্যাচটি। যদি ম্যাচটি পণ্ড হয় তবে রিজার্ভ ডে না থাকায় বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তবে ওভার কর্তন করে সীমিত ওভারে ম্যাচটি আয়োজনের শেষ চেষ্টা করবে কর্তৃপক্ষ।

যদিও এভাবে শিরোপার মুকুট পরতে চায় না বাংলাদেশ দল ও এর সমর্থকরা। আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা মাশরাফি বাহিনী ধোনির দলকে উড়িয়ে দিয়ে যোগ্য দল হিসেবে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬/আপডেট: ১৮৩৯ ঘণ্টা
এমজেএফ/

** বলে বলে আপডেট বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।