ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি থেমেছে, ম্যাচ অফিসিয়ালস মাঠে

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
বৃষ্টি থেমেছে, ম্যাচ অফিসিয়ালস মাঠে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুরে বৃষ্টি থেমেছে। স্টেডিয়ামে এখন কোন বৃষ্টি নেই।

এরই মধ্যে ম্যাচ অফিসিয়ালরা মাঠে নেমেছেন। তারা সিদ্ধান্ত নেবেন তারা।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে আবহাওয়া অফিস জানিয়েছিলো এক ঘণ্টার মধ্যে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। সেই হিসেবে প্রায় ৪০ মিনিটের মধ্যেই বৃষ্টি থেকে যায়। আর ঝড়ো হাওয়া বন্ধ হয় আরও আগে রাত ৭টার দিকে।

আবহাওয়া দফতরের সহকারী পরিচালক সাদিকুল আলম সংবাদ কর্মীদের জানান, রোববার আকাশে মেঘের যে কাঠামো ছিলো তাতে মিরপুর এলাকায় একটু বেশিই বৃষ্টি হয়। তিনি বলেন, নগরীর উত্তর দিকটাতে একটু বেশি আর দক্ষিণে কম বৃষ্টিপাত হয়েছে।

এই আবহাওয়াবিদ আরও জানান, রাজধানীর আগারগাঁও এলাকায় আবহাওয়া অফিস ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।   মিরপুর স্টেডিয়াম এলাকায় তা ২২ মিলিমিটার পর্যন্ত হতে পারে। তবে সেখানে বৃষ্টিপাত মাপার কোনও ব্যবস্থা নেই।

মিরপুরে ঝড়-বৃষ্টি, ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ সময় ১৯১১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমএমকে

** ম্যাচ শুরুর শেষ সময় ১০টা ৪০ মিনিট
** ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন
** বলে বলে আপডেট বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।