ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাহবাগে অপেক্ষা, পুরনো খেলা দেখে চলছে উল্লাস (ভিডিও)

আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
শাহবাগে অপেক্ষা, পুরনো খেলা দেখে চলছে উল্লাস (ভিডিও) ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহবাগ থেকে: দিনের শুরুই যেন এশিয়া কাপের ফাইনাল খেলার কথা নিয়ে। মাঠ-ঘাট, পরিবহন, ক্যাম্পাস, কর্মস্থল সব জায়গায়ই একই আলোচনা, বাংলাদেশ আজ রোববার (৬ মার্চ) ফাইনাল খেলবে, প্রথমবারের মতো শিরোপা হাতে নেবে।



কিন্তু সন্ধ্যার কাল বৈশাখী ও ঝড় বৃষ্টি সেই ফাইনালকে ফেলে দিল অনিশ্চয়তায়। তবে এরইমধ্যে বৃষ্টি থেমে গেছে। খেলা শুরুর প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।

এই প্রত্যাশায় বৃষ্টিতে ভিজে শাহবাগেও অপেক্ষায় টাইগার দলের সমর্থকেরা। এখানে বড় পর্দায় খেলা দেখবেন বলে বিকেল থেকেই উপস্থিত হতে শুরু করেছেন তারা।

এই ক্রিকেটপ্রেমীরা এখন বড় পর্দায় দেখছেন পুরনো খেলা। আর সেই খেলায় টাইগার ব্যাটসম্যানদের ব্যাট থেকে চার-ছয়ের মার অথবা বোলারের উইকেট ভাঙার মুহূর্তে উল্লাসে ফেটে পরছেন। এই উল্লাসে আশপাশ থেকে মনে হবে মাঠে মাশরাফির‍া বুঝি ভারতীয় দলকে শাসন শুরু করেছেন।

বৃষ্টিতে ভিজেও শাহবাগে বড় পর্দার সামনে ভিড়ে দাঁড়িয়ে থাকা রাহাত ও ফয়জুল বলেন, আমরা টাইগারদের এখান থেকে সমর্থন করে যাবো। ঝড়-বৃষ্টি আমাদের কোনো কিছু থেকেই পেছনে ফেলতে পারবে না। আমরা বলবো; মাশরাফি, তোমরা মনোযোগ দিয়ে খেলো, শিরোপা আমাদের--ই।

মো. রুবেলের অফিস ছুটি হয়েছে বিকেল ৫টার দিকে। বড় পর্দায় খেলা দেখবেন বলে শাহবাগে অপেক্ষা করছেন। রুবেল বলেন, বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা। প্রাণ খুলে উল্লাস করা যায়।

হাবিব নামে এক চাকরিজীবী বলেন, খেলা দেখবো বলে ডিউটির শিডিউল পরিবর্তন করেছি। এখান থেকেই জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে চাই।

বেসরকারি চাকরিজীবী রাসেল আহমেদ বলেন, ক্রিকেটে বাঙালি এমনই উচ্চতায় পৌঁছে গেছে যে, সপ্তাহের প্রথম কর্মদিবসেও দিনের বেলায় গাড়ির সংখ্যা কমে যায়। হঠাৎ করেই অনেকটা যানজটমুক্ত হয়ে যায় রাজধানী।

দুপুরের পর থেকেই রাস্তায় যানজট কম থাকার কারণ হিসেবে খেলাকে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
একে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।