ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে বৃষ্টি-ঝড়, জোহানেসবার্গে প্রোটিয়া ঝড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
মিরপুরে বৃষ্টি-ঝড়, জোহানেসবার্গে প্রোটিয়া ঝড় ছবি: সংগৃহীত

ঢাকা: ঝড়ো বৃষ্টিপাতের কারণে মিরপুরে বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ফাইনাল শুরু হতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে, জোহানেসবার্গে দিব্যি চলছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ।

প্রথমে ব্যাট করে রীতিমতো ঝড়ই তুলেছে প্রোটিয়ারা। সিরিজ জয় নিশ্চিতে ২০৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে (৪ মার্চ) তিন উইকেটের জয় তুলে নেন ডি ভিলিয়ার্সরা। তাই সিরিজ হার এড়াতে অজিদের জয়ের বিকল্প নেই। রোববারের ম্যাচটিতে (৬ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

‘প্রোটিয়া ব্যাটিং দানব’ এবি ডি ভিলিয়ার্স (১৩) খুব বেশিদূর এগোতে পারেননি। তবে জোহানেসবার্গে ঠিকই ব্যাটের ঝড় তোলেন ডি কক-ডু প্লেসিস-ডেভিড মিলাররা। ওপেনার কুইন্টন ডি কক ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন।

ওয়ান ডাউনে নেমে অজি বোলারদের ওপর ‘স্টিম রোলার’ চালান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। খেলেন ৪১ বলে ৭৯ রানের বিস্ফোরক ইনিংস। তাতে ছিল ৫টি করে চার ও ছক্কার মার।

দলীয় সংগ্রহটা দুইশ ছাড়াতে ১৮ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস উপহার দেন ডেভিড মিলার। শেষদিকে, ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন ডেভিড উইসি। আর প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় সাত উইকেটে ২০৪।

জেমস ফকনার ৩টি ও জন হ্যাস্টিংস ২টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন মিচেল মার্শ ও অ্যাস্টন অ্যাগার।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।