ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাঙ্গিসোর বিশ্বকাপ খেলতে বাধা নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ফাঙ্গিসোর বিশ্বকাপ খেলতে বাধা নেই ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে হাফ ছেড়ে বাঁচল দক্ষিণ আফ্রিকা! বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে যাওয়ায় অ্যারন ফাঙ্গিসোর আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতে আর বাধা নেই। তাই প্রোটিয়াদের হয়ে টি-২০ বিশ্বকাপ আসরেই মাঠে নামবেন ৩২ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।



গত মাসে লায়ন্সের হয়ে প্রথম শ্রেণির ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলার সময় ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। প্রথম ধাপের বোলিং পরীক্ষায় তার সব ধরনের ডেলিভারি অবৈধ হিসেবে বিবেচিত হয়। বোলিং করার সময় তার হাতের কনুই ভেঙে ১৫ ডিগ্রি অতিক্রম করে।

তবে হাল ছাড়েননি ফাঙ্গিসো। কোচিং স্টাফদের সঙ্গে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন তিনি। ফলাফলটাও হাতেহাতে পেলেন ১৬টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা এ স্পিনার। সোমবার (৭ মার্চ) দ্বিতীয় ধাপের বোলিং পরীক্ষার মুখোমুখি হন তিনি। রিপোর্টে ফাঙ্গিসোর সব ডেলিভারি বৈধতা পায়।   এতেই তার ওপর থেকে নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রোটিয়াদের কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা খুবই খুশি এবং স্বস্তি বোধ করছি। অ্যারন তার পুনঃপরীক্ষা (বোলিং অ্যাকশন টেস্ট) অতিক্রম করেছে। সে এখন বিগ টুর্নামেন্টের (টি-২০ ওয়ার্ল্ডকাপ) জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। ’

আগামী ১৮ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবেন ডি ভিলিয়ার্সরা। সুপার-১০ এর গ্রুপ-১ এ দ. আফ্রিকার বাকি তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ারিফাইং রাউন্ডে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দল।

** বিশ্বকাপের আগে প্রোটিয়া দলে ধাক্কা
** অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে প্রোটিয়া স্পিনার

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।