ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের পেসে সতর্ক নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
পাকিস্তানের পেসে সতর্ক নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শুরুটা দারুণ করেছে নিউজিল্যান্ড। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে শক্তিশালী ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়ে একরকম চমকই দেখিয়েছে দলটি।

কারণ এবারের আসর শুরুর আগে কিউই দলের প্রতি প্রত্যাশা কমই ছিলো সমর্থকদের।

প্রথম দুই ম্যাচ জয়ের ফলে আসরের সেমিফাইনালের খুবই কাছে পৌঁছে গেছে কেন উইলিয়ামসন বাহিনী। আজ (মঙ্গলবার) নিজেদের তৃতীয় ম্যাচে মাইক হেসন শিষ্যরা লড়বে উপমহাদেশের আরেক শক্তিশালী দল পাকিস্তানের বিপক্ষে। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেস নিয়ে বেশ সতর্কই দেখা যায় কোচ হেসনকে।

হেসন জানান, ‘আগের ম্যাচগুলোর মতো আমরা একই ধরনের ক্রিকেট খেলতে পারবো না। পাকিস্তান অনিশ্চিত একটি দল। তবে তারা খুবই দক্ষতাসম্পন্ন। বিশেষ করে তাদের বোলিং আক্রমণ চ্যালেঞ্জিং। আগের দুই প্রতিপক্ষ থেকে তারা পুরোই ভিন্ন। ’

তিনি আরও বলেন, ‘তাদের ব্যাটিং স্তম্ভটাও বেশ শক্তিশালী। তবে আমরা এ ম্যাচে নিজেদের সেরাটা খেলে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। ’

পাকিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায়। কিন্তু কিউইদের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের পেস আক্রমণে জ্বলে উঠতে পারেন মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ সামিরা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।