ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সমীহ করছেন আশিষ নেহরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
টাইগারদের সমীহ করছেন আশিষ নেহরা

বেঙ্গালুরু থেকে: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দশে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার (২৩ মার্চ) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত।

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে একেবারেই সমীহ করছেন ভারতের পেসার আশিষ নেহরা।

বিশ্বের অন্যান্য শক্তিশালী দলগুলোর মতো বাংলাদেশও বেশ শক্তিশালী দল বলেই মনে করেন তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে এভাবেই নিজের মনোভাব ব্যক্ত করলেন নেহরা।

বাংলাদেশ দল সম্পর্কে তিনি বলেন, যদিও বাংলাদেশ একটি উঠতি দল তবে ওরা বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। গেল ৪/৫ বছর যাবত ওরা খুবই ভালো খেলছে। আপনার দেখেছেন যে, সম্প্রতি শেষ হওয়া এশিয়ার কাপেও বাংলাদেশ দুর্দান্ত ছিল। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ওরা আমাদের বিপক্ষে ফাইনালে খেলেছে।

এদিকে, বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচে দলটির শক্তির কেন্দ্র বিন্দুতে পরিণত হতে পারেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজ। তারা ভয়ংকর হয়ে উঠলে নির্ধারিত দিনে যে কোন দলের জন্য জয় পাওয়া কঠিন হয়ে যায় বলেও মনে করেন নেহরা।

বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের প্রতি বিশেষ সমীহ দেখালেন আশিষ নেহরা। মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েই তিনি বলেন, অভিষেকের পর থেকেই মুস্তাফিজ দারুণ ফর্মে আছে। তাছাড়া সে ঐশ্বরিক ক্ষমতা প্রদত্ত স্লোয়ার রপ্ত করেছে যা বিশ্বের অন্যান্য বাঁহাতি বোলারদের চেয়ে সম্পূর্ণ আলাদা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ওর অনাগত ভবিষ্যত খুবই উজ্জ্বল।

আইসিসির নিষেঘাজ্ঞায় দলে নেই তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এই দুই বোলার ছাড়া বাংলাদেশ কেমন খেলবে? এমন প্রশ্নের জবাবে নেহরা বলেন, বাংলাদেশের বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো। আমার মনে হয় না যে ওরা দুজন না থাকায় বোলিং আক্রমণে খুব পিছিয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।