ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের বোলিংটাই কেবল পাল্টেছে

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
মুস্তাফিজের বোলিংটাই কেবল পাল্টেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তেঁতুলিয়া, কালিগঞ্জ থেকে: মুস্তাফিজুর রহমানের সবচেয়ে কাছের বন্ধুদের একজন যতিন মন্ডল। স্কুলজীবন থেকেই দু’জনের মধ্যে দারুণ সখ্যতা।

মুস্তাফিজও বলছিলেন, যতিন আমার খুব কাছের বন্ধু।

মুস্তাফিজকে আড়ালে রেখেই কথা হলো যতিনের সঙ্গে। ক্রিকেটে বন্ধুর এমন উত্থানে দারুণ খুশি মুস্তাফিজের ছোটবেলার বন্ধু, ‘মুস্তাফিজ যখন বাংলাদেশের হয়ে মাঠে নামে, ভালো করে তখন আমাদের আনন্দের সীমা থাকে না। কেমন লাগে, আসলে সেটা বলে বোঝানো যাবে না। ’

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে ঢাকায় ফিরেই সোজা গ্রামের বাড়িতে চলে এসেছেন মুস্তাফিজ। বন্ধু-বান্ধবকে সবচেয়ে বেশি সময় দিচ্ছেন, যখন যেখানে যেতে মন চাচ্ছে বন্ধুদের নিয়ে ছুটছেন। ২৭ মার্চ থেকে চলছে হরদম আড্ডাবাজি, ঘুরে বেড়ানো। সকালে দল বেধে মুস্তাফিজ বের হন। বাড়ি ফেরেন সবাইকে নিয়েই। মোটামুটি একটা ক্রিকেট টিমই থাকে মুস্তাফিজের সঙ্গে।

তবে বন্ধুত্বের এ মিলনে ছেদ পড়বে কয়েকদিন পরেই। ০৩ এপ্রিল সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে খেলতে ভারতে যাওয়ার প্রস্তুতি নেবেন মুস্তাফিজ।

ক্রিকেটের বড় এ মঞ্চে ‍মুস্তাফিজকে গর্ব নিয়েই দেখতে চাইছে বন্ধুরা। তারপরও মুস্তাফিজকে বিদায় জানাতে বেশ কষ্টই হবে যতিনের, ‘আসলে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় অনেক দিন পর পর মুস্তাফিজ বাড়িতে আসে। তখন আমাদের সময়গুলো দারুণ কাটে। বিদায় জানানোর সময় খুব কষ্ট হয়। মুস্তাফিজ উইকেট পেলে আবার সে কষ্ট নিমেষেই দূর হয়। ’

অভিষেকের পর থেকে একের পর এক চমকই দেখিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজেই ১৩ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই বাঁহাতি পেসার। এরপর থেকে তার বোলিং জাদুতে প্রতিনিয়ত নাকাল হচ্ছে  বিশ্বসেরা ব্যাটসম্যানরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে মুস্তাফিজ নিজেকে চিনিয়েছেন নতুন করে। আইপিএল, কাউন্টি থেকে আসছে ডাক-হয়ে উঠেছেন তারকাদেরও তারকা। সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন তিনি। তারপরও মুস্তাফিজের মধ্যে কোনো বদল নেই। মুস্তাফিজ আছেন আগের মতোই।

মুস্তাফিজের বন্ধু বিধান বলছিলেন, ‘ওর মাঝে কোনো পরিবর্তন দেখতে পাই না। আশা করি পাবোও না কোনোদিন। আগের মতোই আছে সে। শুধু মুস্তাফিজের বোলিংটা কেবল পাল্টেছে। দিনে দিনে আরও ভালো হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।