ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশি নট অ্যালাউড’ কাণ্ডে উপ-হাইকমিশনারের দুঃখ প্রকাশ

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
‘বাংলাদেশি নট অ্যালাউড’ কাণ্ডে উপ-হাইকমিশনারের দুঃখ প্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুম্বাই থেকে: মুম্বাইয়ের হোটেলে বাংলাদেশি সংবাদকর্মীদের জায়গা না দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সেখানে বাংলাদেশের উপ-হাইকমিশনার সামিনা নাজ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ উপ-হাইকমিশনে সংবাদকর্মীদের ডেকে নিয়ে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

এসময় সামিনা নাজের সঙ্গে ছিলেন উপ-হাইকমিশনের কাউন্সিলর রাশেদুজ্জামান।

গত ২৯ মার্চ মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের সংবাদ সংগ্রহ করতে আসা ১০ বাংলাদেশি সংবাদকর্মী হোটেলে জায়গা চাইলে ‘বাংলাদেশি নট অ্যালাউড’ বলে প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ।

সামিনা নাজ বলেন, আমি বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এই বলে যে, মুম্বাই হোটেল কর্তৃপক্ষ আপনাদের মর্যাদায় আঘাত করেছে। বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দিল্লিতে অবিস্থিত বাংলাদেশ হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। ভবিষ্যতে আর কোনো বাংলাদেশির সঙ্গে যেন এ রকম ঘটনা না ঘটে সে বিষয়ে তাদের পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছি।

যে হোটেলগুলো বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে রুঢ় আচরণ দেখিয়ে প্রত্যাখ্যান করেছে, সেই হোটেলগুলোর নামের তালিকাও চান উপ-হাইকমিশনার।

এসময় তিনি বলেন, বাংলাদেশিদের সঙ্গে মুম্বাইয়ের হোটেল কর্তৃপক্ষের রুঢ় আচরণের ঘটনা আমরা আরও শুনেছি। বিভিন্ন সময় বাংলাদেশ থেকে আসা নাগরিকদের হোটেলে উঠতে না দিয়ে হয়রানিতে ফেলা হয়েছে।
 
এক প্রশ্নের জবাবে সামিনা নাজ জানান, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের হোটেল তাজে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এমন অবস্থান নিয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এইচএ/

** বাংলাদেশি পাসপোর্ট? নট অ্যালাউড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।