ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কন্ডিশনকে দুষলেন ধোনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
কন্ডিশনকে দুষলেন ধোনি ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াংখেড়ে থেকে: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক ভারত। আর এই  হারের কারণ হিসেবে বৃহস্পতিবার (৩১ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারত কাপ্তান মহেন্দ্র সিং ধোনি জানান, কন্ডিশন ভাল ছিলো না জন্যই আমরা ম্যাচটি জিততে পারিনি।

আসলে বিষয়টি ছিল পুরোটাই যোগ্যতার এবং দক্ষতার। তা না হলে ওয়াংখেড়ের এই উইকেটে ১৯২ রানের মতো সমৃদ্ধ সংগ্রহ পেয়েও কেন ভারতকে হারতে হলো? ব্যাট হাতে দুর্দান্ত ভারত এদিন বল হাতে সেই আগের ছবিই দেখিয়ে গেল। কেননা, উপমহাদেশতো বটেই ওয়াংখেড়ের মাটিতে একেবারেই সফল ছিল না দলটির স্পিন আক্রমণ।
 
বিশ্বকাপের সেমিফাইনালের মতো হেভিওয়েট ম্যাচেও সফল ছিল কেবল দলটির পেস আক্রমণ। রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো স্পিন ত্রাসরা এদিন থেকেছেন শূণ্য হাতে। সংঙ্গত কারণেই ক্যারিবীয়দর উইকেটও ছিল অক্ষত। ১৯৩ রানের টার্গেটে হারাতে হয়েছে মাত্র তিনটি উইকেট।

তাইতো ধোনি অনেকটা বিরক্তির সুরেই বললেন, ‘প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসে উইকেটের অবস্থা এক রকম ছিল না। প্রখম ইনিংসে স্পিন টার্ন নিলেও দ্বিতীয় ইনিংসে স্পিনাররা কোন টার্নিংই পাননি, ফলে ওদের আমরা আটকাতে পারিনি। ’

ভাগ্য আপনাদের সহায় ছিল না তাই কী আপনারা ম্যাচটি জিততে পারেন নি? গণমাধ্যম কর্মীদের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাগ্য আপনাকে প্রতিদিনই ফেভার করবে না। আর বিশ্বকাপের সেমিফাইনাললের মতো ম্যাচ জিততে হলে আপনাকে সেরা খেলাটিই খেলতে হবে। ’

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।