ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

উড়ালসেতু ট্রাজেডিতে অজিদের সমবেদনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
উড়ালসেতু ট্রাজেডিতে অজিদের সমবেদনা ছবি: সংগৃহীত

ঢাকা: স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চরা না পারলেও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়ার নারীরা। ফাইনালে নামার আগে কলকাতার উড়ালসেতু ভেঙে পড়ার ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন অজি নারী দলের সহ-অধিনায়ক অ্যালেক্স ব্লাকওয়েল।

০৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ফাইনালের মঞ্চে মাঠে নামবে অজিরা।

এক বিবৃতিতে তিনি জানান, ‘আমাদের সেমিফাইনাল ম্যাচটি ছিল দিল্লিতে। আমরা সেখান থেকে ফাইনালের জন্য কলকাতায় আসার পথে ঘটনাস্থল দেখেছি। সেখানে উদ্ধারকর্মীরা নিরলস কাজ করে চলেছেন। দলের সকলের পক্ষ থেকে আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি দুঃখ ও সমবেদনা জানাচ্ছি। ’

সবশেষ তথ্য অনুযায়ী কলকাতায় বিবেকানন্দ উড়াল সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে উত্তর কলকাতার গণেশ টকিজের কাছে আচমকাই ভেঙে পড়ে নির্মাণাধীন বিবেকানন্দ উড়ালসেতু। এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।