ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাশ্মির ভ্রমণে যাচ্ছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
কাশ্মির ভ্রমণে যাচ্ছেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ছুটি কাটাতে স্বপরিবারে কাশ্মির যাচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাবা, ছোট ভাই, স্ত্রী-সন্তানদের নিয়ে বুধবার (০৬ এপ্রিল) ভূ-স্বর্গ হিসেবে খ্যাত কাশ্মির ভ্রমণে যাবেন মাশরাফি।

কাশ্মিরে সপ্তাহখানেক কাটাবেন বলে ‍জানা গেছে ঘনিষ্ট এক সূত্র থেকে।

টানা টি-টোয়েন্টি ম্যাচ খেলার ধকল গেছে ক্রিকেটারদের উপর দিয়ে। নভেম্বর থেকে মার্চ-এই পাঁচ মাসে বিপিএল, জিম্বাবুয়ে সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। খানিকটা অবসর কাটিয়ে পূর্ণদ্যোমে ক্রিকেটে মনোনিবেশ করতেই বেড়াতে যাচ্ছেন মাশরাফি।

খুব শিগগিরই বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচের সূচি না থাকলেও এ মাসেই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। দেশে ফিরেই প্রিমিয়ার লিগে নামার প্রস্তুতি শুরু করতে হবে মাশরাফিকে। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ এ আইকন ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। ২২ এপ্রিল থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।