ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ জয়ী স্যামির ‍নামে স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
বিশ্বকাপ জয়ী স্যামির ‍নামে স্টেডিয়াম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ড্যারেন স্যামি একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দু’টি টি-২০ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ভারতের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে রেকর্ড দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ক্যারিবীয়রা।

এবার স্যামির সম্মানে সেন্ট লুসিয়ার ‘দ্য বিউসিজুর ক্রিকেট গ্রাউন্ড’র নাম পরিবর্তন করে ‘ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’ হতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী কেনি ডি অ্যান্থনি দ্বারা বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সময় সেন্ট লুসিয়া এ ঘোষণা দেয়। যেখানে ‘লোকাল বয়’ স্যামি ও জনসন চার্লসকে সম্মানিত করা হয়।

স্টেডিয়ামের নাম পরিবর্তন করা ছাড়াও গ্যালারির একটি স্ট্যান্ডের নামকরণ হবে জনসন চার্লসের নামে। ও. ইন্ডিজ ওপেনার পুরস্কার হিসেবে একটি প্লটও পাচ্ছেন।

নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে স্যামি বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমি ধন্য। ধন্যবাদ, আমরা জানি সেন্ট লুসিয়া তাদের ঘরের মানুষদের কতটা ভালোভাসে, সম্মান জানায় ও প্রশংসা করে, যেমনটি আমি বিমাবন্দরে পেয়েছি, হায় খোদা, তোমাকে অনেক ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।