ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ফার্মেসি প্রিমিয়ার লিগে বিজয়ী ইন্ড অব এরা-২২

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
ফার্মেসি প্রিমিয়ার লিগে বিজয়ী ইন্ড অব এরা-২২

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ড অব এরা-২২।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) ফাইনালে ২৮ সুপার কিংস-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইন্ড অব এরা-২২।

এর আগে দুপুরে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সুপার কিংস। ব্যাটিংয়ে প্রতিপক্ষ  ২৮ সুপার কিংস ১৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৭ রান।

জবাবে ইন্ড অব এরা-২২ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে ৭ উইকেটে বিজয়ী হয়।

খেলায় ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ২২তম ব্যাচের সাদমান কবির পরশ এবং ১১৮ রান ও ৮টি উইকেট জয় করে ম্যান অব দ্য সিরিজ হযেছেন ২৮তম ব্যাচের জয়।
 
ফার্মেসি বিভাগের প্রভাষক মো. খালিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

ফার্মেমি প্রিমিয়ার লিগে  প্রতিবার ফাইনালেও উঠলেও ২য়বারের মতো চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে ২২তম ব্যাচ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬   
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।