ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অজি দলের কোচ হতে চান পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
অজি দলের কোচ হতে চান পন্টিং ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সাবেক ব্যাটিং কিংবদন্তি রিকি পন্টিং। বর্তমানে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্বে থাকা পন্টিং জানান, ২০১৯ বিশ্বকাপের পরই তিনি এই কাজ খোঁজার জন্য প্রস্তুতি নেবেন।

 

এক সাক্ষাতকারে পন্টিং বলেন, ‘আমি ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সঙ্গে কাজ করতে পছন্দ করবো। এছাড়া তরুণ তারকাদের মধ্যে উসমান খাজা ও জো বার্নসরাও দুর্দান্ত। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা অসাধারণ হবে। ’

২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়া এ তারকা আরও বলেন, ‘আমি জানি এমন কাজের সঙ্গে যুক্ত হওয়াটা আমাকে রোমাঞ্চিত করবে। তবে বর্তমানে আমি বিগ ব্যাশের ধারাভাষ্য ও দুই মাস আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সময় কাটাচ্ছি। বাকি সময়টুকু আমি পরিবারের সেঙ্গ কাটাতে চাই। ’

পন্টিং অজি দলের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ২৬ হাজারেরও বেশি রান করেছেন। যেখানে তার সেঞ্চুরি রয়েছে মোট ৭১টি। এর আগে ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো এ কিংবদন্তির।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।