ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের কোচ হতে চাই না: আকিব জাভেদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
পাকিস্তানের কোচ হতে চাই না: আকিব জাভেদ

ঢাকা: পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানো ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত করতে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন কোচ হিসেবে সাবেক ক্রিকেটার আকিব জাভেদকে চাইছে। কিন্তু, বেঁকে বসেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার আকিব জাভেদ।

পাকিস্তানের প্রধান কোচের পদ নিতে আগ্রহ দেখাননি আকিব। তিনি জানান, নিজ দেশের জাতীয় দলের কোচ হতে আবেদন করবেন না।

 

এশিয়া কাপ আর বিশ্বকাপের ব্যর্থতার পর ওয়াকার ইউনুসকে দলের দায়িত্ব থেকে সরিয়ে দিতে বোর্ডের কাছে সুপারিশ করে পাকিস্তানের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তাদের সুপারিশে শহীদ আফ্রিদিকে অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে সরফরাজ আহমেদকে দলের নেতৃত্বভার দিতে অনুরোধ জানানো হয়। বিশ্বকাপের ব্যর্থতার পর আফ্রিদি ও ওয়াকার নিজে থেকে দায়িত্ব ছেড়ে দেন।

আফ্রিদির স্থলাভিষিক্ত হয়ে দলের টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হন সরফরাজ। তবে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ মোতাবেক প্রধান কোচ নিয়োগের জন্য আকিবকে এগিয়ে রাখা হয়। এ সময় আরও জানানো হয়েছি, বিদেশি কোনো কোচকেই তারা অগ্রাধিকার দেবে।

এদিকে, আকিব জানান ‘আমি পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচের পদে আবেদন করবো না। কারণ, বোর্ড ইতোমধ্যেই তাদের মানসিকতার জানান দিয়েছে। তারা চায় বিদেশি কোনো কোচকে নিয়োগ দিতে। সংবাদমাধ্যমেও তারা এমনটি জানিয়েছে। তাহলে তারা আমাকে কেন এই পদে নিয়োগ দেওয়ার কথা ভাবছেন? আমি কেন নিজে থেকে এই পদে আবেদন করবো?’

২০১২ সাল থেকে আকিব জাভেদ সংযুক্ত আরব আমিরাতের কোচ হিসেবে কাজ করে চলেছেন। এশিয়া কাপের আসরে তার দল বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে মূলপর্বে খেলেছে।

আকিব আরও জানান, ‘আমি পাকিস্তানি একমাত্র কোচ যে নিজ দেশের প্রাথমিক ক্রিকেটারদের নিয়ে প্রায় ১৫-১৬ বছর কাজ করেছি। যখন লাহোরে ছিলাম তখন বোর্ড থেকে আমাকে পুল ক্রিকেটারদের কোচ হতে বলেছিল। বিদেশি কোচরা জানেন না কি করে পাকিস্তানের মতো দলকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। তারা জানবেন না কিভাবে ঘরোয়া ক্রিকেট থেকে খেলোয়াড় বের করে আনতে হবে। ’

৪৩ বছর বয়সী আকিব আরও যোগ করেন, আমি চাইনা পাকিস্তানের কোচ হতে। কারণ, বারবার তারা বিদেশি কোচের কথা মিডিয়াকে বলছেন। তাদের উপর বিশ্বাস রাখা কঠিন। আমিরাত দলের দায়িত্ব আমি ছাড়ছি না। এখানেই আমি আমার দায়িত্ব পালন করে যাব।

পাকিস্তানের হয়ে আকিব জাভেদ ২২টি টেস্ট ম্যাচ খেললেও ১৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রায় দশ বছর খেলেছেন জাতীয় দলে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ০৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।