ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দিবা-রাত্রি আর গোলাপি বলে আবারো অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
দিবা-রাত্রি আর গোলাপি বলে আবারো অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো গোলাপি বলের টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকরা দুটি দিবা-রাত্রির ম্যাচ গোলাপি বলে খেলবে বলে জানা যায়।

দিবা-রাত্রির গোলাপি বলের এ ম্যাচ দুটিতে অজিদের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান।

গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচে গোলাপি বল ব্যবহার করে। বিশ্ব ক্রিকেটে আগ্রহ জন্ম দেওয়া সে ম্যাচের পর আবারো ক্রিকেট অস্ট্রেলিয়া ভিন্ন স্বাদের ম্যাচে সাদা পোশাকে নামতে আগ্রহী।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেডে মাঠে নামবে অজিরা। আর পাকিস্তানকে ব্রিসবেনের গ্যাবায় আতিথ্য দেবে তারা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ০৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।