ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দর্শক টানতে আলোর নিচে প্রিমিয়ার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
দর্শক টানতে আলোর নিচে প্রিমিয়ার লিগ

ঢাকা: ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৫-১৬ মৌসুমের খেলা। মাঠে দর্শক টানতে সুপার লিগের (দ্বিতীয় রাউন্ড) ম্যাচগুলো হবে দিবা-রাত্রির।

ফাইনালসহ কয়েকটি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা যায় কিনা-এ নিয়েও চলছে আলোচনা।

 

লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান গাজী গোলাম মর্তুজা বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের এ তথ্য দেন।  
 
তিনি জানান, আগামী শনিবার (০৯ এপ্রিল) প্রিমিয়ার লিগের সব কিছুই চূড়ান্ত হয়ে যাবে সিসিডিএম’র মিটিংয়ে। ক্লাবগুলোর সঙ্গে কথা বলে ওই দিনই প্লেয়ার্স বাই চয়েজের জন্য চূড়ান্ত তালিকা দেয়া হবে। ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে প্লেয়ার্স বাই চয়েজ। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জেলখানা ঘুরে আসা শাহাদাত হোসেনকে প্রিমিয়ার লিগে খেলতে দেয়া হবে কিনা-এ বিষয়টিও চূড়ান্ত হবে ওই মিটিংয়ে।
 
১২ দলের জন্য তালিকায় রাখা হবে প্রায় ২০৭ জন ক্রিকেটারকে। এর মধ্যে আইকন খেলোয়াড় ৭ জন, ‘এ প্লাস’ শ্রেণিতে রয়েছেন ৭ জন। ‘এ’ শ্রেণিতে ১২, ‘বি প্লাসে’ ৩৮, ‘বি’ শ্রেণিতে ৩৬, ‘সি’ শ্রেণিতে ৫৮, ‘ডি’ শ্রেণিতে ১৯ ও ‘ই’ শ্রেণিতে ৩০ জন।

লিগে অংশ নিচ্ছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, ধানমন্ডি শেখ জামাল, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও গাজী ট্যাংক ক্রিকেটার্স।

লিগের ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ও বিকেএসপির মাঠে। সুপার লিগের ম্যাচগুলো হবে মিরপুর ও ফতুল্লায়।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।