ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন যুবরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম - ফাইল ফটো

ঢাকা: অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিটা ভালোই ভোগাচ্ছে যুবরাজ সিংকে। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে ছিটকে পড়েছিলেন এ ‘হার্ডহিটার’ ব্যাটসম্যান।

ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় এবার আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ মিস করতে যাচ্ছেন যুবরাজ। অন্তত দু’সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

শনিবার (৯ এপ্রিল) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট লিগ আইপিএলের নবম আসর মাঠে গড়াবে। নিজেদের প্রথম ম্যাচে (১২ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে যুবরাজ বিহীন সানরাইজার্স হায়দ্রাবাদ। সাইরাইজার্সের হয়েই ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের আইপিএলে অভিষেক হবে।

আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হায়দ্রাবাদ কোচ টুম মুডি বলেন, ‘দুঃখের ‍বিষয় হলো, সপ্তাহ দুয়েক ক্রিকেটের বাইরে থাকবে যুবরাজ। এটা কত দিনের জন্য হতে যাচ্ছে তা আমরা জানি না। যুবরাজের মতো একজন ক্রিকেটার যেকোনো টিমের জন্য‌ই গুরুত্বপূর্ণ। সে শুধুমাত্র ম্যাচ-উইনার ব্যাটসম্যানই নন, ইনিংসের মাঝে বল হাতেও খুব কার্যকরী। ’

এদিকে, মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেন সাবেক অজি ক্রিকেট তারকা টম মুডি। ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া উদীয়মান এ পেসার প্রসঙ্গে তার ভাষ্য, ‘বাংলাদেশের জয়হীন ওয়ার্ল্ড টি-টোয়েন্টি মিশনে সে (মুস্তাফিজ) ছিল উজ্জ্বল। নিজেদের শেষ ম্যাচটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছে। বিশ্বকাপ চলাকালীন তার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তাকে একজন সম্ভাবনায় তরুণ পেসার মনে হয়েছে। সে সহজেই বড় ম্যাচের চাপ নিতে পারে যেটি আমরা বিশ্বকাপ ও এশিয়া কাপে দেখেছি। আমরা আত্মবিশ্বাসী যে, মুস্তাফিজ খু্ব দ্রুতই (আইপিএলে) নিজেকে মানিয়ে নেবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।