ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

পিটারসেনের ফেরার সম্ভাবনা দেখছেন না স্টুয়ার্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
পিটারসেনের ফেরার সম্ভাবনা দেখছেন না স্টুয়ার্ট স্টুয়ার্ট

ঢাকা: ইংল্যান্ডের হয়ে আবারো মাঠে নামবেন কেভিন পিটারসেন, এমন সম্ভাবনা নেই বলেই মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট। গত মৌসুমে কাউন্টি ক্রিকেট ক্লাব সারের হয়ে খেলেছিলেন পিটারসেন।

ক্লাবের পরিচালক স্টুয়াটের মতে, ইংল্যান্ডের টি-২০ প্রতিযোগিতা ন্যাটওয়েস্ট ব্লাস্টে কেপির অংশ নেওয়ার খানিকটা সুযোগ আছে।

 

গত বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপ মিশনে লিচেস্টারশায়ারের বিপক্ষে জাদুকরি ইনিংস খেলে ইংল্যান্ড দলে ফেরার বার্তা দিয়েছিলেন। কিন্তু, সারের হয়ে পিটারসেনের ৩৫৫ রানের ‍অপরাজিত ইনিংসটি বিফলেই যায়! এখন তো তিনি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ গুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন।

গত ১২ মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার রাম স্লাম ও পাকিস্তান সুপার লিগে খেলেন পিটারসেন। কিন্তু, দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের ইংল্যান্ড স্কোয়াডে ডাক পাননি ৩৫ বছর বয়সী এ ‘মারকুটে’ ব্যাটসম্যান।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সংখ্যক টেস্ট ও তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলা অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘তার (পিটারসেন) সঙ্গে আমার কথোপকথন থেকে বুঝতে পারছি, আমরা তাকে ইংল্যান্ডের জার্সিতে দেখতে পাব না, যেটা দুঃখজনক। সে এখন আইপিএলে অংশ নেবে। আমি মনে করি, পিটারসেন যথেষ্ট ক্রিকেট খেলছে। কিন্তু দুঃখজনক যে, আমরা তাকে আর ইংল্যান্ড দলে দেখব না। ’

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।