ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মনে হচ্ছিল পৃথিবীটা ভেঙে পড়লো: স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
মনে হচ্ছিল পৃথিবীটা ভেঙে পড়লো: স্টোকস ছবি: সংগৃহীত

ঢাকা: টি-২০ বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চকর শেষ ওভারের পরে কেটে গেছে বেশ ক’দিন। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের নাচ, ফাইনালের নায়ক ব্র্যাথওয়েটের স্বপ্নের ব্যাটিং নিয়ে চর্চাও ক্রমশ ফিকে হচ্ছে।

কিন্তু স্বাভাবিকভাবেই শেষ ওভারে পরের পর চার-ছক্কা খাওয়া ইংল্যান্ডের বেন স্টোকসকে হয়ত কেউ মনে রাখেনি।

 

বিশ্বকাপ ফাইনালের শেষে পিচের উপরে হাঁটু গেড়ে বসে ইংলিশ বোলারের কান্নার ছবিটাই বুঝিয়ে দিয়েছিল তিনি কতটা ভেঙে পড়েছিলেন। কিন্তু পরাজিতদের কেউ মনে রাখে না। অভিশপ্ত শেষ ওভারের পরে এই প্রথম মুখ খুললেন এ অলরাউন্ডার। শেষ ওভার প্রসঙ্গে বেন স্টোকস বলেন, ‘মনে হচ্ছিল পুরো পৃথিবীটা আমার ওপর ভেঙে পড়লো। ’

এক সাক্ষাৎকারে স্টোকস আরও বলেন, ‘ বিশ্বকাপটা হাতছাড়া করে ফেললাম! বিশ্বাসই করতে পারছিলাম না। নিজেকে সম্পুর্ণ বিধ্বস্ত লাগছিল। ’

যদিও ২৪ বছর বয়সী এ তারকা হতাশার মধ্যেই নতুন করে নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখছেন।

তার আশা, বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারটাই তাকে আরও ভাল বোলার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ‘এই মুহূর্তে আমি প্রচণ্ড হতাশ। যখন মেডেলটা নিচ্ছিলাম, মনে হচ্ছিল, এটা তো রানার্স মেডেল। এটা কেউ নিতে চায় না। ’ নিজেকে উদ্ধুদ্ধ করার সুরেই স্টোকস বলেন, ‘ওই শেষ ওভারটা মোটিভেশন হিসেবে কাজ করবে। যাতে, ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না হয়। তার জন্য এবার থেকে প্রত্যেকটা ট্রেনিং সেশনে বাড়তি ১০ মিনিট করে খাটতে হবে। ’

যদিও এই কঠিন সময়ে অধিনায়ক ইয়ন মরগান এবং কোচ ট্রেভর বেলিস স্টোকসের পাশে দাঁড়িয়েছেন। দৃঢ়প্রতিজ্ঞ স্টোকস এর আশা, ভবিষ্যতে কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে ভাল বোলিং করে প্রায়শ্চিত্ত করবেন তিনি। স্টোকসের আরও দাবি, শেষ ওভারে বোলিংটা তিনি ভালই করেন। এর জন্য আলাদা অনুশীলনও করেন তিনি। কিন্তু কোনও কোনও দিন খারাপ যায়। বিশ্বকাপ ফাইনালটা যেমন ছিল।

এদিকে এত হতাশার মধ্যে যার হাতে চরম হেনস্থা হতে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সেই ব্র্যাথওয়েটের ব্যবহার স্টোকসের হৃদয় ছুঁয়ে গিয়েছে। খেলার পরে ব্র্যাথওয়েট সেদিন তাকে সান্তনা জানিয়ে গিয়েছিলেন। ভেঙে পড়া স্টোকসেক তিনি বলেন, ‘তুমিও দারুণ খেলেছো। ’ স্টোকসও সেদিন খেলোয়ারসুলভ মনোভাবের পরিচয় দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানান। কারণ, তিনি চাননি তার ব্যবহারে আঘাত পান ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। স্টোকসের মতে, মাঠের লড়াইকে বাইরে টেনে আনা উচিৎ নয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।