ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলের ‘প্লেয়ার্স ড্রাফট’ রোববার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
ডিপিএলের ‘প্লেয়ার্স ড্রাফট’ রোববার ছবি : শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (২০১৫-১৬ মৌসুম) প্লেয়ার্স ড্রাফট রোববার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। হোটেল লা মেরিডিয়ানে সকাল ১১টা থেকে শুরু হবে এ কার্যক্রম।

বিপিএলের মতো ডিপিএলের দলবদলও অনুষ্ঠিত হবে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ ভিত্তিতে।

লটারির মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন গ্রেড থেকে পছন্দ অনুযায়ী খেলোয়াড়কে বেছে নেবে ক্লাবগুলো।

প্লেয়ার্স ড্রাফট কমিশনার হিসেবে পুরো কার্যক্রম পরিচালনা করবেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম। শনিবার (০৯ এপ্রিল) দুপুরে বিসিবি কার্যালয়ে সভা শেষে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান গাজী গোলাম মর্তুজা সাংবাদিকদের এ তথ্য দেন।  

১২টি ক্লাবের জন্য তালিকায় রাখা হবে প্রায় ২০৭ জন ক্রিকেটারকে। এদের মধ্য থেকে প্রতিটি ক্লাবকে বাধ্যতামূলক ১০ জন করে ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে। আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরি ব্যতীত গতবার খেলেছেন এমন ২জন করে ক্রিকেটার দলে রাখতে পারবে ক্লাবগুলো।

যে সকল ক্রিকেটার অবিক্রীত থেকে যাবেন তাদের মধ্য থেকে গ্রেড ভিত্তিতে পারিশ্রমিক দিয়ে ১৫ সদস্যের স্কোয়াড পূর্ন করবে ক্লাবগুলো। প্লেয়ার্স ড্রাফট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত তালিকা দিতে হবে বিসিবির কাছে। এবারও মাত্র ১জন করে বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে। তবে ১০জন বিদেশি ক্রিকেটারকে রেজিস্ট্রেশন করাতে পারবে ক্লাবগুলো।

লিগে অংশ নিচ্ছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, ধানমন্ডি শেখ জামাল, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও গাজী ট্যাংক ক্রিকেটার্স।

আগামী ২২ এপ্রিল শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। লিগের ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ও বিকেএসপির মাঠে। সুপার লিগের ম্যাচগুলো হবে মিরপুর ও ফতুল্লায়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।