ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনির পুনের কাছে মুম্বাইয়ের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
ধোনির পুনের কাছে মুম্বাইয়ের হার ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসের কাছে ৯ উইকেটে হেরেছে তারা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের দেয়া ১২২ রানের লক্ষ্য ৯ উইকেট ও ৫.২ ওভার হাতে রেখে টপকে যায় পুনে।

আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৬ রান। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান এ ডানহাতি ব্যাটসম্যান। ফাফ ডু প্লেসির ব্যাট থেকে আসে ৩৪ রান। ২১ রান করে অপরাজিত থাকেন কেভিন পিটারসেন। মুম্বাইয়ের পক্ষে একমাত্র উইকেটটি নেন হরভজন সিং।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার দল। ইশান্ত শর্মা ও মিশেল মার্শের পেস তোপের সামনে মাত্র ৫১ রানে প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারায় মুম্বাই। দলের আট নম্বর ব্যাটসম্যান হরভজন সিংয়ের ৩০ বলে ৪৫ রানের ইনিংস ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তোলে মুম্বাই। টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আমবাতি রাইডুর ব্যাট থেকে আসে ২২ রান।
 
পুনের ইশান্ত শর্মা ও মিশেল মার্শ সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন আরপি সিং, রবিচন্দন অশ্বিন, রজত ভাটিয়া ও মুরুগান অশ্বিন।  

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
এসকে/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।