ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজকে রেখে দিল কলাবাগান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
মিরাজকে রেখে দিল কলাবাগান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য ক্লাবগুলোর রেখে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। এবার ক্রিকেটারদের দল নির্ধারিত হচ্ছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে।

গত মৌসুমের স্কোয়াড থেকে দু’জন করে ক্রিকেটার রেখে দিতে পারবে ক্লাবগুলো। কেবল  আইকন ও ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটারদের রাখতে পেরেছে ক্লাবগুলো।

 

প্রিমিয়ারের ১২ ক্লাবের ১১টিই রেখে দিয়েছে পুরোনো দুজন করে ক্রিকেটার। শুধু প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা ম্যাগনাম ক্রিকেটার্স ধরে রাখেনি কোনো ক্রিকেটারকে। যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে রেখে দিয়েছে কলবাগান ক্রিকেট একাডেমি। এছাড়া মাহমুদুল হাসান লিমনকে ধরে রেখেছে তারা।

 

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ধরে রেখেছে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসা দুই ক্রিকেটার উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও অলরাউন্ডার শুভাগত হোমকে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস ও ঘরোয়া ক্রিকেটের ‘রান মেশিন’ মোসাদ্দেক হোসেন সৈকতকে ছাড়ছে না আবাহনী লিমিটেড। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব রেখেছে ওপেনার রনি তালুকদার ও বাঁহাতি স্পিনার সানজামুল হককে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব রেখে দিয়েছে অলরাউন্ডার নাইম ইসলাম ও পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হককে। লিজেন্ডস অব রূপগঞ্জে থাকছেন ব্যাটসম্যান জহুরুল হক ও বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনকে।

ব্যাটসম্যান নাদিফ চৌধুরী ও বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ থাকছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। গত লিগে ১১ ম্যাচে ২৭ উইকেট নিয়ে চমকে দেওয়া বাঁহাতি স্পিনার আসিফ হাসানকে ছাড়ছে না ব্রাদার্স ইউনিয়ন। সঙ্গে থাকছেন অফ স্পিনিং অলরাউন্ডার ইফতিখার সাজ্জাদ।

বোলিং অ্যাকশন শোধরানোর লড়াইয়ে থাকা বাঁহাতি স্পিনার আরাফাত সানির ওপর আস্থা রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ক্লাবেই থাকছেন অফ স্পিনার সোহাগ গাজীও।   ঘরোয়া লিগের সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন রাজ্জাক থাকছেন কলাবাগান ক্রীড়া চক্রে। সঙ্গে থাকছেন ব্যাটসম্যান তাসামুল হক।

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটার ওপেনার সাইফ হাসান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে রেখে দিয়েছে সিসিএস (ক্রিকেট কোচিং স্কুল)।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৬
এসকে/এমএমএস

** সাসপেনশন উঠলেই খেলতে পারবেন শাহাদাত
** ডিপিএলের ‘প্লেয়ার্স ড্রাফট’ রোববার

** প্রচলিত আইন মেনেই ‘প্লেয়ার্স কন্ট্রাক্ট’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।