ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান কেপি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান কেপি ছবি: সংগৃহীত

ঢাকা: জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান কেভিন পিটারসেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে বেছে নেন তিনি।

সময়ের পরিক্রমায় এখন ইংল্যান্ড দলেই সুযোগ পাচ্ছেন না এ তারকা ব্যাটসম্যান। তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে জন্মভূমি দ. আফ্রিকার জার্সি গায়ে জড়াতে চাইছেন কেপি।

প্রোটিয়াদের হয়ে খেলার জন্য ২০১৮ সালে উপযুক্ত হবেন পিটারসেন। তখন তার বয়স হবে ৩৭। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) এ বিষয়টি বিবেচনায় আনবে কিনা সেটাও তো দেখার বিষয়।

২০১৩-১৪ সালের অ্যাশেজ সিরিজের পর পিটারসেনকে দল থেকে বাদ দেয় ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর থেকেই থেকেই জাতীয় দলের বাইরে কেপি। বিভিন্ন সময়ে সতীর্থ, কোচিং স্টাফ ও বোর্ডের বিরুদ্ধে কথা বলাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়!

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ হবে ইংল্যান্ডের মাটিতে। এর আগের বছরই প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উপযুক্ত হবেন পিটারসেন। কিন্তু তার আবেদনে কি সাড়া দেবে সিএসএ?

আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন পিটারসেন। সেখানেই তিনি এমন ইচ্ছার কথা ব্যক্ত করেন, ‘হ্যাঁ, আমার মাথায় এমন একটা চিন্তা (দ. আফ্রিকার হয়ে খেলা) আছে। যদি তাই হয়, তবে হবে, যদি তা না নয়, এটা হবে ‍না। অবশ্যই, আমি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। ’

কেপি যোগ করেন, ‘এখন কী আমি ‍আন্তর্জাতিক ক্রিকেট মিস করছি? আমি কী আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাটিং মিস করছি? হ্যাঁ, আমি তা খুব বেশি পরিমানে করছি যা আপনারা জানেন না। দক্ষিণ আফ্রিকার জন্য যোগ্যতা এখনো এক বছর দূরে। তাই আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, কিন্তু এটা নিঃসন্দেহে একটি বিকল্প। ’

এ বছরের শুরুতে পিটারসেন যখন দ. অাফ্রিকা ইস্যুতে যুক্ত হন তখন এমন প্রস্তাবের পক্ষে সাড়া দেননি ফাফ ডু প্লেসিস। প্রোটিয়াদের টি-২০ অধিনায়ক বলেছিলেন, ‘ইংল্যান্ডের হয়ে কেপির একটি দুর্দান্ত ক্যারিয়ার আছে। কিন্তু অবশ্যই, একজন দক্ষিণ আফ্রিকান দৃষ্টিকোণ থেকে...তিনি একজন ইংলিশ। ’

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমআরএম

** পিটারসেনের ফেরার সম্ভাবনা দেখছেন না স্টুয়ার্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।