ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচেই কেকেআর’র স্কোয়াডে নেই সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
প্রথম ম্যাচেই কেকেআর’র স্কোয়াডে নেই সাকিব ছবি: সংগৃহীত

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের দু’টি শিরোপা (২০১২ ও ২০১৪) জয়েই গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব আল হাসান। কিন্তু, আইপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচেই সাকিবকে স্কোয়াডের বাইরে রাখল কেকেআর।

রোববার (১০ এপ্রিল) দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচ দিয়ে তৃতীয় শিরোপা মিশনে নেমেছে শাহরুখ খানের কেকেআর। ইডেন গার্ডেনস স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর।

কিন্তু, কলকাতার একাদশে নেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ও বাংলাদেশের ক্রিকেট বিজ্ঞাপন সাকিবের নাম। চারজন বিদেশি খেলোয়াড় হলেন, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস ও সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ।

বাবার মৃত্যুর কারণে কলকাতার হয়ে এ ম্যাচে খেলতে পারছেন না ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন। আইপিএল শুরুর আগেই তার বোলিং অ্যাকশন বৈধ হিসেবে ঘোষণা দেয় আইসিসি।

অন্যদিকে, দিল্লির স্কোয়াডে দুই প্রোটিয়া তারকা জেপি ডুমিনি ও ইমরান তাহিরকে রাখা হয়নি। তবে দলে আছেন তাদেরই জাতীয় দল সতীর্থ কুইন্টন ডি কক ও ক্রিস মরিস। বাকি দু’জন বিদেশি খেলোয়াড় হলেন, ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ জেতানো কার্লোস ব্রাথওয়েট ও অজি পেসার নাথান কোল্টার নাইল

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।