ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

স্কোয়াডে না থাকলেও মাঠে সাকিব!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
স্কোয়াডে না থাকলেও মাঠে সাকিব! ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে সাকিব অাল হাসানকে একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তবে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ঠিকই মাঠে নেমেছেন বাংলাদেশের ক্রিকেট বিজ্ঞাপন।

কেকেআর’র ফিল্ডিং করার কোনো এক সময়ে টেলিভিশনের পর্দায় সাকিবকে মাঠে দেখা গেছে।

ইডেন গার্ডেনসে রোববারের (১০ এপ্রিল) ম্যাচটিতে দিল্লির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।

এদিকে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে একাদশে না রাখায় বিস্ময় প্রকাশ করেছেন এ ম্যাচের ধারাভাষ্যকার রাফিড চৌধুরী, ‘সাকিবের পরিবর্তে হগকে (ব্র্যাড হগ) একাদশে রাখায় আমি বিস্মিত। আমি মনে করি, হগের চেয়ে সাকিব ব্যাটিং ও বোলিংয়ে খুবই ভালো। তাই, কেন সাকিবকে নেওয়া হয়নি?’

কলকাতার হয়ে এ ম্যাচের চার বিদেশি খেলোয়াড় হলেন, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস ও সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ।

প্রসঙ্গত, ব্র্যাড হগের বয়স ৪৫। সাকিবকে দলে না রেখে ‘বুড়ো’ হগের উপরই কিনা ভরসা রাখল কেকেআর!

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমআরএম

** প্রথম ম্যাচেই কেকেআর’র স্কোয়াডে নেই সাকিব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।