ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সাত মিলিয়ন ভক্তকে মুশফিকের ধন্যবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
সাত মিলিয়ন ভক্তকে মুশফিকের ধন্যবাদ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তের সংখ্যা বেড়ে সাত মিলিয়ন হয়েছে। বিপুল সংখ্যক অনুসারীদের ধন্যবাদ জানিয়েছেন টাইগারদের ব্যাটিং অর্ডারের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

ফলোয়ারের বিচারে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক বাংলাদেশের দ্বিতীয় সেলিব্রেটি। মুশফিক ছাড়া বাংলাদেশ থেকে এ তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ সাকিবের ফ্যান পেজে ৮০ লাখ ভক্ত রয়েছে। সকল ভক্ত আর অনুসারীদের ধন্যবাদ জানিয়ে মুশফিক তার পেজে লিখেছেন, ‘৭ মিলিয়ন ভক্ত! আলহামদুলিল্লাহ্‌! সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ!’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার দিক দিয়ে বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন মুশফিক।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।