ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চীনের নারীদের সঙ্গে অজি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
চীনের নারীদের সঙ্গে অজি অধিনায়ক ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং চীনের নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চীনের নারী জাতীয় ক্রিকেট দলকে নিয়ে সাংহাইয়ে অনুশীলন করাবেন ল্যানিং।

 

চীনে অবস্থানকালে ল্যানিং সাংহাইয়ের নারী দলের সঙ্গে সেখানকার কলেজ ছাত্রীদের নিয়েও কাজ করবেন।

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে চীনের নারী দল অংশ নিতে ব্যর্থ হয়। দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করার পর বিশ্বকাপের রানার্সআপ দলের অধিনায়ক ল্যানিংকে অনুশীলন ক্যাম্প পরিচালনা করার দায়িত্ব দেয়। চীনের উঠতি নারী ক্রিকেটারদের আরও উন্নতির জন্য দুই দেশের ক্রিকেট বোর্ড কাজ করবে বলেও জানা যায়।

দেশটির ৮০ হাজার ক্রিকেটারের মধ্যে প্রায় অর্ধেক ক্রিকেটার নারী। সেখানে প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ১৮টি শহরের নারী ক্রিকেটাররা খেলে থাকেন।

উঠতি নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারার সুযোগ পাওয়া ল্যানিং জানান, আমি চীনের নারীদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে বেশ আনন্দিত। কবে তাদের সঙ্গে ক্যাম্পে কাজ করবো সে অপেক্ষায় আছি। দেশটির ক্রিকেটের উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে। কারণ আমরা শিখেছি কি করে একটি দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে হয়।

তিনি আরও বলেন, নতুন এই চ্যালেঞ্জে সফল হলে তারা ২০১৮ কিংবা ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলার সুযোগ পাবে। আমি সেভাবেই তাদের ক্যাম্প পরিচালনা করার চ্যালেঞ্জ নিচ্ছি।

১৩ এপ্রিল চীনের উদ্দেশ্যে রওয়ানা হবেন অজি নারী অধিনায়ক। সেখানে ১৭ এপ্রিল পর্যন্ত ক্যাম্প পরিচালনা করবেন ল্যানিং।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলা ল্যানিং ৪৫টি ওয়ানডে আর ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটার ওয়ানডেতে ৮টি সেঞ্চুরির পাশাপাশি ৯টি হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৫০.৫৭ ব্যাটিং গড়ে ওয়ানডেতে তার মোট রান ২১২৪। টি-টোয়েন্টিতে ৩২ ব্যাটিং গড়ে ল্যানিং করেছেন ১৮৫৬ রান। যেখানে ১২৬ রানের দুর্দান্ত একটি শতক রয়েছে। এছাড়া ছোটো ফরমেটের ক্রিকেটে দেশের হয়ে তিনি ৯টি অর্ধশতক হাঁকিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।